Sister Nivedita University

গণজ্ঞাপন এবং সাংবাদিকতায় নতুন দিগন্ত খুলে দিয়েছে ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’

এই প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্লেসমেন্ট সেল শিক্ষার্থীদের যেমন নিয়োগ নিশ্চিত করে, ঠিক তেমনই তাদের চাকরির পরীক্ষার জন্যও প্রস্তুত করে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৩:৪৫
Share:

‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’

পূর্ব ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম মিডিয়া কলেজগুলির একটি, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় তার অত্যাধুনিক পরিকাঠামোর জন্য পরিচিত। এই বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন এবং সাংবাদিকতা বিভাগটির আধুনিক এবং বিশ্বমানের পাঠ্যক্রম শিক্ষার্থীদের সামগ্রিক ও সার্বিক বিকাশের জন্য তৈরি করা হয়েছে। এই প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্লেসমেন্ট সেল শিক্ষার্থীদের যেমন নিয়োগ নিশ্চিত করে, ঠিক তেমনই তাদের চাকরির পরীক্ষার জন্যও প্রস্তুত করে।

শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে সফল ভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সে কথা মাথায় রেখেই এখানকার পাঠ্যক্রম সাজানো। ছাত্র-ছাত্রীদের ভিত মজবুত করার জন্য চার বছরের এই স্নাতক কোর্সে তাদের বিভিন্ন বিষয়ে থিওরি ক্লাস করানো হয়, যেমন - প্রথম এবং দ্বিতীয় সিমেস্টারে রিপোর্টিং, সম্পাদনা এবং বিভিন্ন গণযোগাযোগ তত্ত্ব; তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে ব্যবহারিক প্রয়োগে জোর দেওয়া হয়, যার মধ্যে আছে মোজো, ডিজিটাল সাংবাদিকতা, রেডিও, দূরদর্শন এবং চলচ্চিত্র নির্মাণ।

বিজ্ঞাপন, জনসংযোগ এবং সাংবাদিকতার অধ্যয়নের পাশাপাশি পড়ুয়াদের গণজ্ঞাপনের বিষয়টিও সবিস্তার বোঝানো হয়। শুধু তা-ই নয়, পরবর্তী দুই সিমেস্টারে থাকে হাতে-কলমে শিক্ষার সুযোগ।

সর্বশেষ সিমেস্টারে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে স্পেশালাইজেশন করতে পারে, যেমন - পলিসি সাংবাদিকতা, পরিবেশ সাংবাদিকতা, ব্র্যান্ড কমিউনিকেশন, কর্পোরেট কমিউনিকেশন এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই বিশ্ববিদ্যালয় কোর্স চলাকালীন শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করে। এ ছাড়া, চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের জন্য রয়েছে প্লেসমেন্টের সুযোগসুবিধাও।

বিশদে জানতে ভিজ়িট করুন: https://snumcaj.com?source=9

হোয়াট্‌সঅ্যাপ করুন: ৭০৪৪৫৪৩০১৮

অ্যাডমিশনের জন্যে ফোন করুন: ৮৩৩৭০১৪০০৫/৮১০০৪৬২৯৫৭

এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন