ঢাকার জঙ্গি হামলায় যে ২০ জন পণবন্দি নিহত হয়েছেন, তাঁদের সকলের মৃত্যু জঙ্গিদের হাতে হয়নি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতেও এক পণবন্দির মৃত্যু হয়েছে। জানাল পুলিশ।
নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় জঙ্গির মৃত্যু হয়েছিল গুলশনের হোলি আর্টিজান বেকারিতে। সপ্তম তথা শেষ জঙ্গিকে জীবিত পাকড়াও করা হয়। ছয় জঙ্গির দেহ ছাড়াও ২০ জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল রেস্তোরাঁর ভিতরে। ধরে নেওয়া হয়েছিল, তাঁদের সকলকেই জঙ্গিরাই খুন করেছে। কিন্তু বাংলাদেশের এক পদস্থ পুলিশকর্তা ঢাকায় মঙ্গলবার জানিয়েছেন, ওই ২০ জনের মধ্যে ১৯ জনকে জঙ্গিরা খুন করেছিল। এক জনের মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। তাঁর নাম সইফুল ইসলাম চৌকিদার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফুল ইসলাম চৌকিদার হোলি আর্টিজানের কর্মী ছিলেন। তিনি পিৎজা বানাতেন। তাঁকেও জঙ্গিরা পণবন্দি বানিয়েছিল। জঙ্গিদের সঙ্গে লড়াই চলাকালীন সইফুলকে জঙ্গি ভেবে গুলি করেছিল নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: ‘আমিও টার্গেট হতে পারি’