এক মাসের মধ্যেই বাংলাদেশের ঝিনাইদহে ফের এক পুরোহিতকে কুপিয়ে হত্যা করল দুষ্কৃতীরা। শুক্রবার সাত সকালেই ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাস ওরফে বাবাজিকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। নিহত পুরোহিত নড়াইল সদর উপজেলার মুসুরিয়া গ্রামের কিরণ সরকারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, শ্যামানন্দ দাস মন্দিরের পাশে পুজোর জন্য ফুল কুড়োচ্ছিলেন। সেই সময় তিনজন দুষ্কৃতী মোটরসাইকেল এসে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। তার পর সেখান থেকে পালিয়ে যায়। পরে মন্দিরের লোকজন শ্যামানন্দকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, শ্যামানন্দ দাস পরিবার ত্যাগ করে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে মন্দিরে মন্দিরে পূজা-অর্চনার কাজ করে বেড়াতেন। বছর চারেক আগে তিনি ঝিনাইদহে এসে সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের পুরোহিতার দায়িত্ব নেন। তাকে এলাকার মানুষ বাবাজি বলে ডাকতেন।
গত ৭ জুন এই ঝিনাইদহ সদর উপজেলার মহিষাভাগাড় এলাকায় এক হিন্দু পুরোহিত গোপাল গাঙ্গুলী (৭০)-কে ঠিক একই কায়দায় কুপিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। গত ১০ জুন পাবনার সদর উপজেলার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল তন্দ্র সত্সঙ্গ আশ্রমের পুরোহিত নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করা হয়। এর পর এক খ্রিস্টান ধর্মযাজককে হত্যা করা হয়। হুমকি দেওয়া হয় সেখানকার রামকৃষ্ণ মিশনেও।
আরও খবর...