প্রতীকী ছবি
বড়দিন এবং বর্ষশেষে ঢাকায় হামলার আশঙ্কাটা আগে থেকেই করেছিলেন গোয়েন্দারা। সেই আশঙ্কা সত্যি করে বড়দিনের ঠিক আগের দিনই ঢাকায় ঘটে গিয়েছে মানববোমা বিস্ফোরণ। তার পরে ঢাকায় বর্ষশেষে ফের হামলার ছক কষেছিল জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ)। কিন্তু সেই হামলার ছক ভেস্তে দিল ঢাকা পুলিশের জঙ্গিদমন শাখা। মঙ্গলবার পাঁচ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে জেএমবি-র অন্যতম নেতা সালেহউদ্দিন সালেহিনের সঙ্গে ভারতে এসে দেখা করে রিয়াজ নামে জেএমবি-র এক পাণ্ডা। সালেহউদ্দিনের নির্দেশে ঢাকায় ফিরে বর্ষশেষের রাতে হামলার ছক কষেছিল সে। ঢাকা পুলিশের জঙ্গিদমন শাখার প্রধান মনিরুল ইসলাম জানান, ঢাকার দারুস সালাম থেকে ওই জঙ্গিদের ধরা হয়। ধৃতরা হল— রিয়াজ ওরফে ইঞ্জিনিয়র ওরফে রাকিব, আব বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আবদুল্লাহ আল ওসমান, ওরফে আহসান, সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মামুন ওরফে হিমেল। তাদের কাছ থেকে ৩০ কিলোগ্রাম বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও জেহাদি বই উদ্ধার হয়েছে। ধৃতদের জেরায় জানা গিয়েছে, বর্ষশেষে নাশকতার লক্ষ্যেই বিস্ফোরক সংগ্রহ করেছিল তারা।