ফাইল চিত্র।
গ্রামের মাছ বাজার থেকে ঝগড়ার সূত্রপাত। তা-ও কেবল ১০ টাকা নিয়ে। আর এই দশ টাকা নিয়ে ঝামেলায় আহত হয়েছেন প্রায় পঞ্চাশ জন। ঘটনা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজারের।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, জাউয়াবাজারের মেছো হাটে দশ টাকা নিয়ে রবিবার বিকেলে ঝগড়ার সূত্রপাত। বিকেলের হাটে এই এলাকার বাদাশ্বরী গ্রামের মাছ বিক্রেতা আখতার হোসেনের সঙ্গে মাছের দর-দাম করছিলেন পাশের বাঘারাই গ্রামের সামছুল ইসলাম। আর এক ক্রেতা আমির আলি ১০ টাকা বেশি গিতে রাজি হলে তাঁর কাছেই মাছ বিক্রি করেন আখতার।
এতে রেগে গিয়ে সামছুল আখতারের সঙ্গে বচসা শুরু করে দেন। সেই বচসা থেকেই ঘটনা মারামারিতে গড়ায়। মেছো হাটের এই মারামারির খবর দুই গ্রামে ছড়িয়ে পড়লে বাদাশ্বরী আর বাঘারাই গ্রামের জনতা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
লাঠি-সড়কি আর ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিয়ে ছাতক থানার পুলিশ কর্মকর্তা আশিক রেজা মামুন জানান, বাজারে ১০ টাকা বেশি দামে মাছ বিক্রির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার মারামারির ঘটনা যাতে না ঘটে সে কারণে বাজার-সহ দুটি গ্রামেই পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও খবর...