রংপুরের মন্দিরের পুরোহিত বিজয় চক্রবর্তী। ছবি: বাংলা ট্রিবিউন।
বাংলাদেশের তিন জেলায় তিন পুরোহিত এবং এক সেবায়েতকে খুনের হুমকি দেওয়া হল। রংপুরে এক জন এবং পিরোজপুরে দুই পুরোহিত হুমকি চিঠি পেলেন। পটুয়াখালিতে এক আশ্রমের সেবায়েতকেও একই হুমকি দেওয়া হল। কিন্তু চিঠিতে নয়। সরাসরি আশ্রমে হাজির হয়ে হুমকি দেওয়া হল তাঁকে। দেশ জুড়ে ধরপাকড়ের মধ্যেই তিন জেলায় চার জন এ ভাবে খুনের হুমকি পাওয়ায়, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
সোমবার সকালে রংপুরের কলেজ রোডে আনন্দময়ী সেবাশ্রমের মন্দিরে একটি হলুদ খাম পড়ে থাকতে দেখা যায়। সকালে মন্দির চত্বরে সাফাইয়ের কাজ করার সময় এক মহিলা প্রথমে সেই খামটি দেখতে পান। খাম খুলে চিঠিটি প্রথমে তিনিই দেখেন। তাতে লেখা ছিল, ওই মন্দিরের পুরোহিত বিজয় চক্রবর্তীকে খুন করা হবে। চিঠিটি হাতে পাওয়ার পর বিজয় চক্রবর্তী পুলিশে খবর দেন। রংপুরের পুলিশ তাঁর কাছ থেকে চিঠির প্রতিলিপি নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় থানার ওসি জানিয়েছেন। তবে এই ঘটনায় স্থানীয় হিন্দু পরিবারগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
পিরোজপুরে হুমকি চিঠি পেয়েছেন দু’টি মন্দিরের পুরোহিত। রবিবার রাতে সেখানকার পালপাড়া দুর্গা-কালী মন্দিরের পুরোহিত রুহিদাস পাল মন্দিরে ঢুকে চিঠি পড়ে থাকতে দেখেন। মন্দির কমিটির সভাপতি নরেন্দ্রনাথ রায় বললেন, ‘‘পুরোহিতের নামে হুমকি চিঠি এসেছে বলে জানতে পেরেই আমরা বিষয়টি জেলাশাসককে জানিয়েছি। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা করছি।’’ পিরোজপুর কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সলিল মুখোপাধ্যায় শিবুও হুমকি চিঠি পেয়েছেন। সোমবার সকালে মন্দিরে ঢুকে তিনি ওই চিঠি পড়ে থাকতে দেখেন। তিনিও বিষয়টি মন্দির কমিটিকে জানান। পুরো ঘটনা স্থানীয় থানাকে জানানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানালেন, পুরোহিতদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চতুর্থ হুমকির ঘটনাটি ঘটেছে পটুয়াখালিতে। জেলার বাউফল থানা এলাকায় দেশবন্ধু বিশ্বকল্যাণ গীতাশ্রমের এক সেবায়েতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেখানে। ৭০ বছর বয়সী ওই সেবায়েতের নাম পরিতোষ সাহা। বাউফল থানার ওসি আজম খান ফারুকি জানালেন, সোমবার সকালে রোজকার মতো মন্দির ধোয়ামোছার কাজ করছিলেন পরিতোষবাবু। তখন এক যুবক রেনকোটে সর্বাঙ্গ ঢেকে সেখানে হাজির হয়। পরিতোষকে সে বলে, ‘খেয়ে-দেয়ে রেডি হও। তোমার দিন শেষ।’
আরও পড়ুন: সহ-উপাচার্যের ফ্ল্যাটে ঘাঁটি গেড়েছিল গুলশনের জঙ্গিরা! গ্রেফতার ৩ জন
প্রায় একই দিনে তিন জেলায় এত জন খুনের হুমকি পাওয়ায়, গোটা বাংলাদেশেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছিল। তার পর এক সপ্তাহেরও কম ব্যবধানে ঢাকা ও কিশোরগঞ্জে জঙ্গি হামলার ঘটনা ঘটে গিয়েছে। সেই হামলার রেশ এখনও কাটেনি। পুরোহিত, সেবায়েতরা ফের হামলার হুমকি পাচ্ছেন। স্বাভাবিক ভাবেই সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে নতুন করে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন