বাংলা নববর্ষ পালনে ঐতিহ্যশালী মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবি ক’দিন ধরেই করছে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি। এই দাবিতে তারা ঢাকায় বিক্ষোভ মিছিলও করেছে। এ বার সরাসরি এই শোভাযাত্রায় বোমা হামলার হুমকি দেওয়া হল জেএমবি-র নামে। তবে হুমকি উড়িয়েই শোভাযাত্রার প্রস্তুতি শুরু করছেন ঢাকার চারুকলা ইনস্টিউটের পড়ুয়ারা।
যশোরে শুরু হলেও পয়লা বৈশাখে ধর্মনিরপেক্ষ বাঙালি ঐতিহ্য হিসাবে মঙ্গল শোভাযাত্রা এখন পালিত হয় বাংলাদেশের সর্বত্র। এ বারে সরকারি উদ্যোগে সব জেলা ও উপজেলায় বর্ষবরণ ও শোভাযাত্রা করছে সরকার। সমস্ত স্কুল কলেজকেও এই অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছে। তারই বিরোধিতায় সরব হয়েছে বিরোধী বিএনপি-র শরিক ইসলামি ঐক্যজোট-সহ মৌলবাদীরা। তাদের দাবি, এই উৎসব ইসলাম-বিরোধী। ঢাকায় তারা মিছিলও করে।
কিন্তু বরিশালে নববর্ষ উদযাপন কমিটির নামে লেখা একটি হুমকি চিঠি সোমবার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ে পাঠানো হয়েছে। জঙ্গি সংগঠন জেএমবি-র নাম করে তাতে দাবি করা হয়েছে— বরিশাল-সহ দেশের সর্বত্র নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা বন্ধ করতে হবে। না হলে প্রতিটি জায়গায় বোমা হামলা করার জন্য তাদের কর্মীরা তৈরি রয়েছে। উদীচি ও চারুকলার দফতরও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। চিঠিটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঢাকায় অবশ্য শোভাযাত্রায় পূর্ণ নিরাপত্তা দেওয়ার দাবি করেছে পুলিশ।