ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর।
বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের বিদেশ সচিব শহীদুল হকের আমন্ত্রণে তিনি ঢাকা পৌঁছচ্ছেন। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দু’দেশের বিদেশ সচিব দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরের বিষয় নিয়েও আলোচনা করবেন তাঁরা। জয়শংকর তাঁর এই সফরে মুখোমুখি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গেও। এক দিনের সফর শেষে জয়শঙ্কর ২৪ ফেব্রুয়ারি সকালে ঢাকা ছাড়বেন।
গত জানুয়ারি মাসেই ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে এই সফরের আভাস মিলেছিল। দিল্লিতে দ্বিতীয় রাইসিনা ডায়লগে অংশ নিয়ে বিদেশসচিব জয়শঙ্কর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের কথা জানিয়েছিলেন। রাইসিনা ডায়লগে জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সত্যি সত্যিই আলাদা। বিশ্ব রাজনীতির পরিবর্তন ঘটছে অতি দ্রুত। তার সঙ্গে তাল মেলাতে ভারতও তার দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে নতুন বন্ধনে বাঁধতে আগ্রহী।
আরও পড়ুন- বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট: মায়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ুক