স্বস্তিতে দুই বোলার।
তাসকিন আহমেদ ও আরাফাত সানি দুজনেরই বোলিং অ্যাকশনকে বৈধ বলে ঘোষণা করল আইসিসি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ব্রিসবেনের পরীক্ষায় বৈধ প্রমাণিত হয়েছে বাংলাদেশের দুই বোলারের ‘বিতর্কিত’ বোলিং অ্যাকশন।
এ বছর ৯ মার্চ ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচে প্রশ্ন উঠেছিল তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে। তখন চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন দুজনেই- ১৯ মার্চ এই দু’জনের বোলিংকেই নিষিদ্ধ করে আইসিসি।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত সেই খবর।
২১ মার্চ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে বিসিবি। বাংলাদেশে ফিরে আসার পরে প্রচুর প্র্যাকটিস করেন দুজনেই। একই সঙ্গে ঢাকার লিগগুলোতে তারা খেলেন। বিসিবি নিজে পরীক্ষা করে সন্তুষ্ট হওয়ার পর দু’জনকে ফের পাঠানো হয় অ্যাকশন পরীক্ষার জন্য। গত ৮ সেপ্টেম্বর ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন দুজনে। শুক্রবার সেই পরীক্ষারই ফল জানা গেল।
আরও পড়ুন:
বাংলাদেশ ওয়ানডে দলে নুতন মুখ মোসাদ্দেক, বাদ পড়লেন আল আমিন