Bangladesh news

ওষুধ উৎপাদন ও বিপণন করতে পারবে না ২৮টি কোম্পানি

২৮টি কোম্পানির ক্ষেত্রে ওষুধ উৎপাদন ও বিপণন বন্ধের আদেশ বহাল রাখল বাংলাদেশ হাইকোর্ট। এই নির্দেশের ফলে ওই কোম্পানিগুলো অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড এবং ক্যানসার প্রতিরোধক ওষুধ উৎপাদন ও বিপণন করতে পারবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১৫:২০
Share:

প্রতীকী ছবি।

২৮টি কোম্পানির ক্ষেত্রে ওষুধ উৎপাদন ও বিপণন বন্ধের আদেশ বহাল রাখল বাংলাদেশ হাইকোর্ট। এই নির্দেশের ফলে ওই কোম্পানিগুলো অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড এবং ক্যানসার প্রতিরোধক ওষুধ উৎপাদন ও বিপণন করতে পারবে না। সোমবার এ বিষয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।

Advertisement

আরও পড়ুন: নব্য জেএমবি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ গত ২৭ ফেব্রুয়ারি এ সব কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড ও ক্যানসার প্রতিরোধক ওষুধের উৎপাদন ও বিপণন তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল। এ দিন সেই ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ বহাল রাখল আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement