বাংলাদেশের রাজধানী গুলশনে একটি বিদেশি রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও পণবন্দির ঘটনার প্রত্যক্ষদর্শী রাশিলা রহিম। স্থানীয় ওই বাসিন্দা গোলাগুলির ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। টেলিফোনে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে তিনি তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ওই রেস্তোরাঁর কাছেই একটি ফ্ল্যাটে থাকেন তিনি।
রাতে বাড়ি থেকে বেরোতে গিয়েই জানতে পারলাম নীচে কোনও একটা গণ্ডগোল চলছে।
আরও পড়ুন
ঢাকার রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলা, আহত অনেকে
আমাদের ড্রাইভার বললেন, ‘‘দিদি এখন বেরোবেন না। নীচে গোলাগুলি চলছে।’’
এর পর আমিও বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। আর সঙ্গে সঙ্গেই দেখি, আমাদের ড্রয়িং রুমের জানলার কাচ ঝনঝন করে ভেঙে গেল। অনবরত গুলির শব্দ শুনতে পাচ্ছি। ওই সময় আমার মেয়ে কান্নাকাটি শুরু করে। আমরাও কেঁদেছি। খুবই আতঙ্কজনক একটা পরিস্থিতি। রাত ন’টার পর থেকে অনবরত গুলির শব্দ।
একটু আগে সাহস করে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। দেখি প্রচুর পুলিশ। অনেক ক্ষণ ধরেই কেবল দেখছি পুলিশের গাড়ি, পুলিশ আর পুলিশ। কিন্তু পরিস্থিতি আগের মতোই। মনে হচ্ছে, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। রাত ১০টার দিকে মাইকিং করে যাঁরা ভেতরে ছিলেন তাঁদের বাইরে বেরিয়ে আসতে বলছিল পুলিশ। তার পর ফের গোলাগুলির শব্দ।
সৌজন্যে বাংলা ট্রিবিউন