International

দ্বিগুণ হচ্ছে ঢাকা মহানগরীর আকার

ঢাকা মহানগরীর আকার বাড়ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে আরও ৩৬টি ইউনিয়ন যুক্ত করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের আলোচনা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৯
Share:

দ্বিগুন হচ্ছে আয়তন।

ঢাকা মহানগরীর আকার বাড়ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে আরও ৩৬টি ইউনিয়ন যুক্ত করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের আলোচনা চলছে। ঢাকা জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।

Advertisement

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গিয়েছে, নতুন আয়তন অনুসারে দ্বিগুণ হয়েছে ঢাকা নগরীর আয়তন। এই সব ইউনিয়ন যুক্ত হওয়ায় ২ ঢাকা সিটি করপোরেশনের এলাকার আয়তন ১২৯ বর্গকিলোমিটার থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চেয়ে ঢাকা উত্তরের আয়তন বেশি হবে।

বর্তমানে ঢাকা উত্তরে ওয়ার্ড রয়েছে ৫৭টি আর দক্ষিণে ৩৬টি। যুক্ত হওয়া ইউনিয়নগুলোকে ওয়ার্ডে রূপান্তর করে দুই সিটিতেই ১৮টি করে ভাগ করে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। কম-বেশিও হতে পারে। তবে কোন ইউনিয়ন কোন ওয়ার্ড বা কোন জোনে আসবে তা চূড়ান্ত হবে ওয়ার্ড সংখ্যা চূড়ান্ত হওয়ার পর।

Advertisement

ঢাকা মহানগরীর সীমানা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পাওয়া গিয়েছে। এখন চলছে সীমানা নির্ধারণের কাজ।

এ ব্যাপারে ঢাকার জেলা প্রশাসক মহম্মদ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, “বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে অচিরেই হয়ে যাবে। মন্ত্রণালয় থেকে নতুন এলাকার নামগুলো এলেই আমরা মূল কাজ শুরু করে দেব। নামগুলো চূড়ান্ত হলেই গেজেট দিয়ে দুই সিটি করপোরেশনের সীমানা পুনর্নির্ধারণ করা হবে।

আরও পড়ুন:
রিজার্ভ ব্যাঙ্কে চুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement