বঙ্গবন্ধুর খুনি এএইচএমবি নুর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি কানাডা। জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। আজ, শনিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর আমাকে নিউইয়র্ক থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। দুজনের আলোচনার পরিপ্রেক্ষিতে এই খবরটার সত্যতা জানতে কানাডায় বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। হাই কমিশনার আমাকে জানান, তিনি তার জায়গা থেকে কনফার্ম করেছেন এটার কোনও সত্যতা পাওয়া যায়নি।” আনিসুল জানান, কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ওই দেশের সাংবাদিকদের পাশাপাশি নুর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন।
তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর পলাতক খুনি নুর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান আনিসুল হক। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর পালিয়ে যাওয়া নুর চৌধুরী কানাডার টরোন্টোতে রয়েছেন। তার অনুপস্থিতিতে বিচারে ফাঁসির রায় হয়েছে। নুর চৌধুরী-সহ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ছয়জন বিদেশে পালিয়ে আছেন। মৃত্যুদণ্ডবিরোধী কানাডা নুর চৌধুরীকে ফেরত দিতে অস্বীকার করেছে আগে। তবে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কানাডা সফরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে নুরকে ফেরত আনা নিয়ে কথাবার্তা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরে বাংলাদেশ সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাবে বলে জানান আইনমন্ত্রী।
আরও পড়ুন: দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই: শেখ হাসিনা