কেরি আসার আগের রাতে শাহজালালে বিস্ফোরণ, আহত ২

নয় ঘণ্টার ব্যস্ততম সফরে বাংলাদেশে আজ আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আলোচনা করবেন দুই দেশের নিরাপত্তার বিষয় নিয়ে। স্বাভাবিকভাবে তাঁর আসার আগে পশ্চিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর মানুষটির নিরাপত্তায় বাংলাদেশের রাজধানীতে সাজ সাজ রব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০৪:২১
Share:

জন কেরি। ফাইল চিত্র।

নয় ঘণ্টার ব্যস্ততম সফরে বাংলাদেশে আজ আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আলোচনা করবেন দুই দেশের নিরাপত্তার বিষয় নিয়ে। স্বাভাবিকভাবে তাঁর আসার আগে পশ্চিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর মানুষটির নিরাপত্তায় বাংলাদেশের রাজধানীতে সাজ সাজ রব।

Advertisement

এরই মধ্যেই জন কেরি ঢাকায় আসার মাত্র ন’ঘন্টা আগে হযরতশাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ছোট একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পুলিশকর্মী-সহ আহত হয়েছেন দুই জন। রাত ১২টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরের গোল চত্বরের কাছে এ বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ সূত্র জানায়।

জানা গেছে, বিমানবন্দরের পশ্চিম দিকের গোলচত্বরে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। পুলিশ সূত্রটি জানায়, প্রথমে ধারণা করা হয়েছিল সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ বুঝি। পরে জানা যায় এ ককটেল বিস্ফোরণ। যাতে এক পথচারীও আহত হয়েছেন।

Advertisement

বিমানবন্দর থানার উপপরিদর্শক মুহাম্মদ বুরহানুজ্জামান জানান, আহত পথচারীর নাম আল আমিন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ আহতের কথা স্বীকার করেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement