International

দীপন হত্যার মূল অভিযুক্ত সহ ৫ জঙ্গি গ্রেফতার টঙ্গীতে

ফয়সল আরেফিন দীপন এবং টুটুল হত্যা মামলার পাঁচ অভিযুক্তকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। ধৃতদের মধ্যে দীপন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আবদুস সবুর রাজু ওরফে সুজনও রয়েছে। টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করেছেন গোয়েন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৩
Share:

ফয়সল আরেফিন দীপন। —ফাইল চিত্র।

ফয়সল আরেফিন দীপন এবং টুটুল হত্যা মামলার পাঁচ অভিযুক্তকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। ধৃতদের মধ্যে দীপন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আবদুস সবুর রাজু ওরফে সুজনও রয়েছে। টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ঢাকার একটি খ্যাতনামা প্রকাশনা সংস্থার কর্ণধার দীপন ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন। টুটুলও প্রকাশক ছিলেন।

Advertisement

আবদুস সবুর রাজু ওরফে সুজন নব্য জেএমবি'র অপারেশন্যাল কমাণ্ডার। গত বছর ৩১ অক্টোবর বিকেলে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই প্রকাশনা থেকে জঙ্গি হামলায় নিহত অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করা হয়েছিল। এই মর্মান্তিক খুনের ঘণ্টাখানেক আগে অভিজিতের বইয়ের আরেক প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুলের উপরেও হামলা চালিয়েছিল জঙ্গিরা।

আরও পড়ুন: দুষ্টের দমনের মতোই তিনি কঠোর উন্নয়ন প্রশ্নেও, রামপালে বোঝালেন হাসিনা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement