ছবি: সংগৃহীত।
ঢাকার উত্তরা এবং কলাবাগান এলাকা থেকে এক মহিলা-সহ জেএমবি-র ১০ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া জঙ্গিদের সকলেই জেএমবি-র সরোয়ার এবং তামিম আহমেদ চৌধুরী গ্রুপের সদস্য। তাদের সবার বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ এনেছে র্যাব।
সোমবার র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান বলেন, ‘‘উত্তরার একটি স্কুলে তারা জঙ্গি কাজে যোগ দিতে উৎসাহ দিত। মূলত স্কুলে আসা অভিভাবকেরাই ছিলেন তাদের মূল টার্গেট।’’ তিনি আরও জানান, অভিভাবকেরা স্কুলে কর্তৃপক্ষের মতামতকে সমর্থন না করলে ছাত্র-ছাত্রীদের স্কুলে ভর্তি নেওয়া হত না। তাদের মূল কাজ ছিল জেএমবি’র সদস্য বাড়ানো। তারা সরাসরি কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেয়নি বলেও জানিয়েছেন তিনি। এদের এক জনের সঙ্গে জঙ্গি মেজর জিয়ার ঘনিষ্ঠতা রয়েছে বলেও জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক। জিয়ার প্রকৃত অবস্থা জানা যায়নি তবে পুলিশ তাকে খুঁজছে।
আরও পড়ুন
রাজাকারদের তালিকা তৈরি করবে বাংলাদেশ সরকার
ধৃতেরা হল, আবু সাদাত মো. সুলতান আল রাজি ওরফে লিটন (৪১), আল মিজানুর রশিদ (৪১), জান্নাতুল মহাল ওরফে জিন্নাহ (৬০), মো. জিয়াউর রহমান (৩১), মো. কৌশিক আদনান সুবহান (৩৭), মিজানুর রহমান (৪৩), মেরাজ আলী (৩০), মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ (৩৭), শাহরিয়ার ওয়াজেদ খান (৩৬), শরিফুল ইসলাম (৪৬)।
জেএমবি-র এই গ্রুপকেই গুলশান ও শোলাকিয়া-সহ সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর অধিকাংশ ঘটনায় দায়ি করেছে র্যাব।