নামে হালকা একটা খেলনা, কিন্তু দামে বেশ ভারী। বলতেই পারেন, এমন দামি খেলনা বাচ্চার হাতে তুলে দেওয়া কি ঠিক? আপাত ভাবে, যুক্তিটি কিন্তু ফ্যালনা নয়। কিন্তু উল্টো দিকটা ভাবুন। প্রথমত, জামা-জুতো-পোশাক থেকে পার্লার-প্রসাধনী, এ সবের জন্য যা খরচ করেন, তার পাশে এটি কি খুব বেশি?
বা ধরুন, কালীপুজো আসছে, ঘরে ঘরে বাজি কেনার খরচের খোঁজটা নিয়েছেনয নিজে কত কত টাকা আতসবাজি কিনে খরচ করেন, খেয়াল করেছেন? পরিমাণটা কিন্তু নিছক কম নয়।
ও সব ছাড়ুন, ইদানীং বহু খেলনা বেরিয়েছে, যে গুলির দাম শুনলে চোখ টাটায়, কিন্তু তার কোনও সূদুর প্রসারী প্রভাব নেই। বরং বাচ্চা বড় হল কী, সেটির ওপর ঝুল জমবে। অথচ বহু বাবা-মা সেগুলি হামলে পড়ে কিনে বাচ্চাকে সাময়িক খুশি করেন।
উল্টো দিকে, ড্রোনের কিন্তু একটা সুদুরপ্রসারী প্রভাব রয়েছে। বাজারে প্রচুর বাচ্চাদের উপযোগী ড্রোন পাওয়া যায়। সেটি দুম করে আপনার সন্তানের হাতে তুলে দেওয়ার আগে তার বড়সড় ব্যবহার কী কী ভাবে হয়, তার গল্প বলুন। দরকারে ভিডিয়ো দেখিয়ে বোঝান, সিনেমা দেখান।
ড্রোনের ব্যবহারটি এক্কেবারে তার নিয়ন্ত্রণে না দিয়ে পাশে পাশে থাকুন। পারলে ফাঁকা মাঠে তার সঙ্গে খেলুন ড্রোন নিয়ে। বাচ্চা মজা পাবে। কে বলতে পারে, এখান থেকে তার ছোট্ট মাথায় কোনও সৃষ্টিশীল কাজের বীজ পোঁতা হয়ে যাবে না? কালীপুজোয় বাজির বাজেট কমিয়ে ড্রোন কিনে বাড়ির ছোট্টটির চোখে মুখে হাসি ফোটান। বাজারচলতি এমন ড্রোনের খবর রইল এই প্রতিবেদনে।
এইচ এক্স ৭৫০ ড্রোন: টয় ড্রোন বা খেলনা ড্রোনের বাজারে মাত্র দু’হাজার টাকার মধ্যেই খুব সহজে পেয়ে যাবেন। রিমোট পরিচালিত তো বটেই, সহজে ভঙ্গুরও নয়। প্রয়োজনে চার্জ করে নেওয়া যায়।
বিজয় টয়েজ় জিপিএস এফপিভি ড্রোন: বাজেট যদি হাজার পাঁচেক টাকার কাছাকাছি হয়, বিজয় টয়েজ় জিপিএস এফপিভি ড্রোন ফোল্ডেবল ড্রোন নিয়ে দেখতে পারেন। এতে রয়েছে ইনবিল্ট ১০৮০পি থেকে ৪কে ভিডিয়ো মানের ক্যামেরা। নতুন কিছু জানার ও শেখার তাগিদ তৈরি হোক সন্তানের মধ্যে।
জ্যাক রয়্যাল অ্যাপ কন্ট্রোল্ড ভিশন ড্রোন: বাজেট আরেকটু বাড়ালে, এটি কিনতে পারেন। এই ধরুন, সাড়ে সাত হাজার টাকা। অ্যাপ পরিচালিত ওয়াইফাই ক্যামেরা এবং ৩৬০ ডিগ্রি রোলিং অ্যাকশন কোয়াড কপটার ড্রোন কিনতে পারেন। এটি খেলনা ড্রোন হিসেবেই পেয়ে অনলাইন ই-কমার্স সাইটে।
শপজেনিক্স ওয়াইফাই এইচডি গারুডা ড্রোন: বাজেট এর বেশি করলে, ১০০০০ টাকার মধ্যে ১০৮০পি মানের ভিডিয়োর ১০০ ডিগ্রি অয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ড্রোনটি দেখে নিতে পারেন। ১৬০০ এমএইচ অটো হোভার ফোল্ডেবল আরসি ড্রোন কোয়াড-কপ্টার ক্যামেরাতে পেয়ে যাবেন ৭২০ পি লাইভ ভিডিয়োর সুযোগ।
প্লুটো এক্স: এই ড্রোনটি দীপাবলির কারণে বেশ পকেট বান্ধব দামে পেয়ে যেতে পারেন অনলাইন বিপননী সংস্থাতে। প্রোগ্রামমেবল ক্র্যাশ রেসিস্ট্যান্ট ন্যানো ড্রোন যুক্ত ক্যামেরা রয়েছে এতে। অর্থাৎ প্রায় ১২ হাজার টাকা দামের তুলনায় আপনি ফিচারও পেয়ে যাবেন অনেক।