প্রতীকী ছবি
গত বছর পুজোয় কেনা মোবাইল। আর এর মধ্যেই হ্যাং করছে! তা বলে নতুন জামার মতো তো আর বছর বছর মোবাইল কেনা যায় না। আবার কাজের সময়ে বার বার ফোন হ্যাং করলেও সমস্যা। তা হলে উপায়? এই প্রতিবেদনে রইল এমন কিছু টিপস, যা মেনে চললে মিটতে পারে সমস্যা।
ফোন হ্যাং হওয়ার পিছনে মূল কারণগুলি হল ফোনের স্টোরেজ কম হওয়া, কম ram, বিভিন্ন সাইট থেকে আসা ভাইরাস, বেশি ক্ষণ একটানা ফোন ব্যবহার, সফটওয়ার আপডেট না থাকা ইত্যাদি।
যে যে উপায়গুলি মেনে চললে এড়িয়ে যেতে পারেন এই সমস্যাগুলি-
ফোনের ইন্টারনাল স্টোরেজটি ফাঁকা রাখুন-
চেষ্টা করুন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজটি ফাঁকা রাখার। প্রয়োজনে গেম বা ভিডিয়ো আপনার মোবাইলের এক্সটার্নাল স্টোরেজে রাখুন।
ফোনে কোনও অপ্রয়োজনীয় অ্যাপ রাখবেন না –
যে সব অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনে আছে, সেগুলি অবিলম্বে শনাক্ত করুন, এবং ফোন থেকে ডিলিট করুন।
একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করবেন না –
অনেক সময়ে একটি অ্যাপ খুলে রাখলেও পিছনে আগে ব্যবহার করা একাধিক অ্যাপ খোলা থেকে যায়। এর জেরেও ফোন হ্যাং করতে পারে। ব্যবহারের পরে অ্যাপ বন্ধ করার কথা মাথায় রাখুন।
অ্যান্টিভাইরাস ইনস্টল করুন –
প্লে স্টোর বা অন্য কোথাও থেকে কোনও অ্যাপ ইনস্টল করার সময়ে ফোনে ঢুকে পড়তে পারে ক্ষতিকারক ভাইরাস। তার জেরেও ফোন হ্যাং করতে পারে। সেই ভয় থেকে মুক্ত থাকতে ব্যবহার করুন অ্যান্টিভাইরাস।
গেম ও ভিডিয়ো দেখা কমান –
অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে অনেক সময়ে মোবাইল হ্যাং করে। বিশেষত যারা মোবাইলে বেশি সময় ধরে গেম খেলেন বা ভিডিয়ো দেখেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি।
তাই মোবাইলের হ্যাং করার সমস্যা এড়িয়ে যেতে মাথায় রাখুন এই কয়েকটি বিষয়। এর পাশাপাশি মোবাইলের ক্যাশে ক্লিয়ার রাখাও খুব জরুরি।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।