প্রতীকী ছবি
আমাদের একটা রেডিয়ো ছিল। ছাদের উপর টাঙানো থাকতো তারের জালের লম্বা ফিতে। এরিয়াল। রেডিয়োর লাল রঙের কাঁটা মিডিয়াম ওয়েভের কলকাতা 'ক' এ স্থির করে রাখা আগে থেকেই। ভোর বেলায় শুধু নভ’টা অন করে দিলেই হবে। ক্রমে ভোর হয়ে আসত। বাড়ির সবার অপেক্ষা সেই সন্ধি ক্ষণের। বাবা রেডিয়ো চালিয়ে দিতেন জোরে। আজ প্রভাতে সে সুরও শুনি/ খুলে দিনু মন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে মাকে ডাকা, জাগো ...জাগো মা।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।