Abasoner Singhasone 2024

কলকাতার কোন পুজোগুলি হল ‘আবাসনের সিংহাসনে’ ২০২৪-এর সেরা পুজো? দেখে নিন এক ঝলকে

আনন্দবাজার অনলাইন আয়োজিত, ‘আবাসনের সিংহাসনে’ ২০২৪ — কলকাতার সেরা আবাসনের পুজোর খোঁজ।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৫:০৬
Share:

‘আবাসনের সিংহাসনে’ ২০২৪

পুজো শেষ। কিন্তু এখনও রেশ কাটেনি। পুজোর ক’দিন রাস্তায় সারি দিয়ে চলা কালো মাথার ভিড় জানান দিয়েছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মাহাত্ম্যের কথা। কিন্তু শুধুই থিম পুজো বা পাড়ায় পুজোই নয়, থিম ও পরিকল্পনায় সমানে সমানে টেক্কা দিয়েছে কলকাতার আবাসনের পুজোগুলিও।

Advertisement

সেই উদ্দীপনাকেই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল আনন্দবাজার অনলাইন আয়োজিত, ‘আবাসনের সিংহাসনে’ ২০২৪ — কলকাতার সেরা আবাসনের পুজোর খোঁজ। কলকাতা ও সল্টলেক সংলগ্ন এলাকা থেকে মোট ২০০টিরও বেশি পুজো অংশ নিয়েছিল এ বারের প্রতিযোগিতায়। প্রাথমিক পর্বে ২০টি আবাসনকে বেছে নেওয়ার পর মাননীয় জুরিদের চুলচেরা বিশ্লেষণের পরে এই বছরের সেরা ১০টি আবাসনের পুজোকে বেছে নেওয়া হয়।

সেরা ১০টি আবাসনের পুজোগুলি হল —

Advertisement

বিজেতা - কাঁকুড়গাছি সিআইটি বিল্ডিং রেসিডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি (১-৪)

প্রথম রানার আপ - সিদ্ধা গ্যালাক্সিয়া ফেস ২

দ্বিতীয় রানার আপ - উতালিকা এফিসিয়েন্সি এন্ড কমফোর্ট

সেরা পরিবেশবান্ধব পুজো - সর্বজয়া (ভবানী অ্যালেন এনক্লেভ)

ডিজিটালি বাজিমাত - অভিদিপ্তা ২ পুজো কমিটি

সেরা প্রতিমা - সিলভার ওক এস্টেট রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

মণ্ডপের সামগ্রিক নিরাপত্তা - সাউথ সিটি রেসিডেন্টস পুজো

জনতার রায়ে সেরা - ইন্দ্রাক্ষিণী আবাসিক বৃন্দ

সামাজিক কাজ - পাতিপুকুর সরকারি আবাস শারদ উৎসব কমিটি

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড - কসমোপলিস দুর্গোৎসব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement