কালীঘাটের মুদিয়ালি ক্লাব। প্রতি বছর দুর্গোৎসবে উৎসবে নিজেদের অভিনব পুজো দিয়ে সকলকে চমকে দেন তাঁরা।
এই বছর ৮৯ তম বর্ষে পদার্পণ করেছে এই ঐতিহ্যশালী ক্লাবের দুর্গাপুজো। এই বছর নিজেদের থিমের নাম তারা দিয়েছেন ‘সমাহারে সমারোহ’।
পুজো মণ্ডপে তৈরি করতে ব্যবহার করা হয়েছে বালতি, ধূপদানি, ১০৮টি প্রদীপদানি, ধুনুচি, প্রদীপ সহ আরও অনেক সামগ্রী।
থিমের পুজো করা হলেও প্রতিমার ক্ষেত্রে অনেকটা সাবধানী এই ক্লাব। এখানকার প্রতিমাতে রয়েছে সাবেকিয়ানা। দেবী দুর্গাকে তাঁরা সাজিয়েছেন গরদের শাড়িতে। মায়ের সাজ সোনালি।
পুজোমণ্ডপের আলোকসজ্জা নজর কেড়েছে সকলের। দেবী প্রতিমার সামনে তৈরি করা বিভিন্ন মূর্তিগুলোর কথা আলাদা করে বলতেই হবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।