Ahiritola Jubak Brinda

‘মায়ের বাড়ি’ পুজোর মণ্ডপে

চলতি বছরে আবারও রয়েছে নতুন অনেক চমক। তাঁদের থিম নজরকাড়া এবং আকর্ষনীয়ও বটে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৮:০৯
Share:

এই বছর আহিরীটোলা যুবক বৃন্দে ফিরে এসেছে ডাগর চোখের সনাতনী আটপৌরে মায়ের প্রতিমা।

Advertisement

চলতি বছরে আবারও রয়েছে নতুন অনেক চমক। তাঁদের থিম নজরকাড়া।

এই বছরের থিমের নাম ‘আমাদের ঘরের দুর্গা, মায়ের বাড়ি’। বাড়িতে দুর্গা মায়ের অবস্থান নিয়েই এই থিম সেজে উঠেছে।

Advertisement

থিমের মণ্ডপসজ্জা হয়েছে একটি জমিদার বাড়ির আদলে। সেই বাড়ির ঠাকুরদালানে রয়েছে চিরন্ময়ী মা। তিনি সুসজ্জিতা ও পূজিতা।

ঘরের দেবীর মতোই তিনি দশ হাতে সাম্লাচ্ছেন সব কাজ। আবার খেয়াল রাখছেন নিজের সন্তানদের। দেবী প্রতিমার মাতৃত্বের ছোঁয়া সুস্পষ্ট মণ্ডপের প্রতিটি কোণায় কোণায়।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement