Paris Club

শান্তির বার্তা নিয়ে আসছে দক্ষিণ কলকাতার প্যারিস ক্লাবের এই বছরের দুর্গাপুজো

যদিও সাবেকি ধাঁচেই হয়, তাও মণ্ডপে নতুন নতুন সাজানোর চল আছে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১২:১৬
Share:

বাখরাহাট এলাকায় প্যারিস ক্লাবের পুজো সবাই এক ডাকে চেনেন। পুজোর ধরণ সাবেকি হলেও প্রতি বছর বদলে যায় মণ্ডপসজ্জা থেকে প্রতিমার আদল। এই রূপ অভিনব পুজোই হতে দেখা যায় এই পুজোর মণ্ডপে।

Advertisement

ক্লাবের তরফ থেকে সম্পাদক অরুণ ঘোষ জানালেন, ‘‘এই বছর তৈরি হচ্ছে এক বিশেষ রকম চালচিত্র। পুজো যদিও সাবেকি ধাঁচেই হয়, তাও মণ্ডপে নতুন নতুন সাজানোর চল আছে। অষ্টমীর দিন আমাদের এই খানে কুমারী পূজা হয়, এ ছাড়া বাকি সব নিয় রীতি মেনেই আমরা পুজো করি।’’

এই বছর প্রতিমা গড়েছেন নোদাখালির শিল্পী কুন্তল জানা এবং মণ্ডপসজ্জা করেছেন সঞ্জীব দে।

Advertisement

প্রতিমা শিল্পী : কুন্তল জানা

কী ভাবে যাবেন : ঠাকুরপুকুর বাজারে পৌঁছে অটো ধরে বড় কাছারী রোড পৌঁছে যেতে পারেন বাখরাহাট হাই স্কুল। এই স্কুলের মাঠেই হয় প্যারিস ক্লাবের দুর্গাপুজো।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement