Durga Puja 2023 Theme

হানাহানি বন্ধ হোক! এ দের পুজোয় ডাক এমনই!

নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এদের পুজোর থিম এ বার ‘সম্ভবনা’। পুজোয় ওরা এ বার হানাহানি বন্ধের আওয়াজ তুলছে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ২০:৪০
Share:

এই পৃথিবী সম্ভাবনাময়। প্রতিটি মুহূর্তে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের সবার ক্ষেত্রে। আর এই সব কিছুর পিছনে রয়েছে বিশ্বাস। হিন্দুরা এই সম্ভাবনাকে দেবতার আশীর্বাদ হিসাবেই দেখে। এই বিষয়টাই নিজেদের পুজোতে তুলে ধরছে ১৭৫/এ, নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

Advertisement

এই পুজো কমিটির পুজো এই বার ৯১তম বর্ষে পদার্পণ করছে। ১৯৩৩ সাল থেকে শুরু হওয়া এই পুজোর এ বারের থিমের নাম ‘সম্ভাবনা’। আমাদের জীবনের বিভিন্ন সম্ভাবনাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এখানে। একটা ‘সম্ভব না’। দ্বিতীয়টি ‘সম্ভাবনা’। তৃতীয়টি ‘সম্ভব’। এই তিন পরিস্থিতির বিষয় মাথায় রেখেই পুজো মণ্ডপে এদের ভাবনাটি ফুটিয়ে তোলা হচ্ছে। পুজোর সভাপতি জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ‘‘গোটা পৃথিবীতে এখন হিংসা-মারামারি। মায়ের সৃষ্ট মনুষ্যজাতি এক দল, অপর দলকে হত্যা করছে। মায়ের কাছে এটাই প্রার্থনা, এইগুলি যেন বন্ধ হয়। সেখান থেকেই একটা সম্ভবনা তৈরি হচ্ছে। সম্ভবনাকে আমরা তিন ভাগ করে দেখাব।’’ তৃতীয়ার দিন থেকে সবাই এই পুজো দেখতে পারবে।

থিম- সম্ভাবনা

Advertisement

থিম শিল্পী- শান্তনু ভট্টাচার্য্য

প্রতিমা শিল্পী- সুব্রত বন্দ্যোপাধ্যায়

যাবেন কী করে- শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশন নেমে অটো করে খান্না মোড় নামতে হবে। সেখানেই রাস্তার ওপর পুজো।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement