18-armed Mahalakshmi

জানেন কোথায় ১৮ হাতে অস্ত্র নিয়ে পূজিত হন মা লক্ষ্মী?

মা লক্ষ্মীর হাতে কখনও দেখেছেন অস্ত্র? তাও আবার দু’টি কিংবা চারটি হাতে নয়, ১৮টি হাতে। মালদহের বামনগোলায়ে দেখা মেলে এমনই ছবির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১০:৫৩
Share:

ছবি সংগৃহিত

দশভুজা মা দুর্গার হাতে থাকে অস্ত্র, এই চিত্র তো একটি শিশুরও পরিচিত। কিন্তু মা লক্ষ্মীর হাতে কখনও দেখেছেন অস্ত্র? তাও আবার দু’টি কিংবা চারটি হাতে নয়, ১৮টি হাতে। মালদহের বামনগোলায়ে দেখা মেলে এমনই ছবির। এখানে ১৮ হাতের মহালক্ষ্মী পূজিত হন। শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে ২১ বছর ধরে শক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে।

Advertisement

এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে থাকে ত্রিশূল, গদা, তীর-ধনুক, বজ্র্য, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ অন্যান্য অস্ত্র। অসুরদের বধ করার জন্যই নাকি তাঁর এই রূপ। পুজোর আচারেও আছে ভিন্নতা। কোজাগরী পূর্ণিমার রাতে ১৬ রকম উপাচারের মাধ্যমে পূজিত হন তিনি। পুজোর দিন সকালে বস্ত্র, আলতা, কাজল, চিরুনি, ধুপচি এবং অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয়। ১০৮টি বেল পাতা অর্পণ করা হয় যজ্ঞে।

ভোগে থাকে ৫ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল এবং মিষ্টি। রাতে এখানে চিত্রপটে মহালক্ষ্মীকে পুজো করা হয়।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement