Durga Puja in Pakistan

পাকিস্তানে দুর্গাপুজো, মন্ত্র নাকি উর্দুতে!

দশেরা উপলক্ষে ধুমধাম করে হয় দুর্গাপুজো। করাচির মহম্মদ আলি জিন্না রোডের পাশেই রয়েছে প্রায় দুই শতাব্দী পুরনো স্বামী নারায়ণ মন্দির। সারা বছর সেখানে নানা হিন্দু পুজো পার্বণ লেগেই থাকে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১২:২০
Share:

পাকভূমিতে দুর্গাপুজো শুনলেই অনেকে নড়েচড়ে বসেন। অন্য রকম একটা ব্যাপার তো বটেই! তবে জানেন কি, খোদ পাকিস্তানের করাচিতে হয় এক আশ্চর্য দুর্গাপুজো, যেখানে উর্দুতে হয় মন্ত্র লেখা! হদিশ রইল এই প্রতিবেদনে।

Advertisement

করাচির মহম্মদ আলি জিন্না রোডের পাশেই রয়েছে প্রায় দুই শতাব্দী পুরনো স্বামী নারায়ণ মন্দির। সারা বছর সেখানে নানা হিন্দু পুজো পার্বণ লেগেই থাকে। আশপাশের হিন্দুপ্রধান অঞ্চলে খুবই মান্য করা হয় এই মন্দিরকে। সেখানেই দশেরা বা নবরাত্রি পালন করা হয়, পালিত হয় দীপাবলীও।

দশেরা উপলক্ষে ধুমধাম করে হয় দুর্গাপুজো। সাড়ম্বরে আয়োজন করেন এলাকার সকল মানুষ। যদিও জায়গাটি জনবহুল এবং ধর্মীয় সংঘর্ষ লেগেই থাকে, তাতেও এই পুজো কোনও দিন থেমে থাকেনি। সকলে আনন্দের সঙ্গে পালন করেন এই পুজো। তবে তার চেয়েও আশ্চর্যের বিষয় হল, যে পুঁথি দেখে পুজোর সময়ে মন্ত্র পাঠ করা হয়, তা উর্দুতে লেখা, হিন্দি বা সংস্কৃতে নয়।

Advertisement

কারণ খুঁজলে জানা যায়, বহু বছর বংশ পরম্পরায় যাঁরা রয়েছেন পাকিস্তানে, তাঁদের মধ্যে খুব কম জনই জানেন সংস্কৃত বা হিন্দি।

বলতে জানলেও পড়তে জানেন হাতে গোনা কিছু মানুষ। তাই করাচিতে গীতা মেলে হিন্দি বা সংস্কৃতের বদলে উর্দুতে। সেই উর্দুতে লেখা অভিনব গীতা পাঠ করেই বছরের পর বছর হয়ে আসছে কত রকম পুজো ও পার্বণ। পাকিস্তানের হিন্দুদের বড় একটা অংশ আসেন এই মন্দিরে দশেরা বা নবরাত্রি উপলক্ষে পুজোয় যোগদান করতে। হাতে হাত লাগিয়ে, ধর্মের চোখরাঙানিকে পাত্তা না দিয়েই সম্প্রীতির সঙ্গে এই পুজো হয় প্রতি বছর।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement