হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবে এ বছর বাংলার পটশিল্পের বাহার। রঙের খেলায় মেতে উঠেছে পুজো প্রাঙ্গণ। প্রতিটি কোণ সেজে উঠেছে রঙিন পটে নিপুণ তুলির টানে আঁকা অনন্য সব কারুকাজে। দেবী মূর্তিতেও পটের ছোঁয়া। রং-তুলিতে আঁকা দুর্গার পরিবার। যেন পটের বাইরে বাস্তব রূপ- এমন ভাবে গড়ে তোলা হয়েছে মায়ের মুর্তি।
মণ্ডপের দেওয়াল জুড়ে পটের অন্য রকম নিদর্শন। কখনও বা পট হাতে গান গাইতেও দেখা যাচ্ছে শিল্পীকে। হাতিবাগান সর্বজনীনের এ বারের উদ্যোগের নেপথ্যে মূল উদ্দেশ্য ছিল বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানো। বাংলার এই বিলুপ্তপ্রায় শিল্প তাই উঠে এসেছে থিমে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।