দর্শনার্থীদের কাছে দমদম এলাকায় ঠাকুর দেখা মানে এই পুজোয় যাওয়া চাই-ই! সেই দমদম পার্ক যুবক বৃন্দে এ বছরের চমক একেবারে দিকে রকম! চলতি বছরে তাদের ভাবনা 'আদি, অন্ত ,অনন্ত'। অতিমারি পেরিয়ে নতুন ভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে চলার পথে প্রিয়জনকে হারিয়েছেন অনেকেই। পাল্টে গিয়েছে পুরনো অনেক কিছুই। কালের এই চিরন্তন নিয়মের কথা মাথায় রেখেই এ বারে শিল্পীর ভাবনায় উঠে এসেছে আদিশক্তির উৎসের কথা। কী ভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, কী ভাবে মা দুর্গার আবির্ভাব ঘটেছিল, সেই সবটা নিয়েই এই পুজোর থিম 'আদি, অন্ত, অনন্ত'।
মণ্ডপ থেকে প্রতিমা, সবই বালির কাজে তৈরি। এখানে দেবীর হাতে কোনও অস্ত্র নেই। কারণ সৃষ্টির সময়ে মায়ের হাতে অস্ত্র ছিল না। আবার মণ্ডপের কারুকাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা হয়েছে সেই সকল দেবতাকে, যাঁরা মা দুর্গাকে নানা অস্ত্রে সাজিয়ে তুলেছিলেন।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।