'ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো' ওরফে দক্ষিণেশ্বর অধিবাসীবৃন্দের দুর্গাপুজোর গোড়াপত্তন দেশ স্বাধীনতা অর্জনের পরপরই। তার সঙ্গেই আসে আমাদের হৃদয়ে একটা চিরকালীন কষ্টের দাগ! দেশভাগের যন্ত্রণা। ঘটনা হল, স্বাধীনতার পর পরই এ পারের এই 'ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো' শুরু হয়েছিল ওপার থেকে বাধ্য হয়ে চলে আসা দলে-দলে ছিন্নমূল বাঙালিদের মধ্যে কিছু মানুষের হাতে।
এমনকি এটাই গোটা দক্ষিণেশ্বর অঞ্চলের সবচেয়ে পুরনো বারোয়ারি দুর্গাপুজো বললেও বোধহয় অত্যুক্তি হবে না। বরাবর এই অঞ্চলের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ দক্ষিণেশ্বর অধিবাসীবৃন্দের দুর্গাপুজোয় অংশ নিয়ে থাকেন।
বর্তমানের থিমপুজো-র তুমুল প্রভাবে এঁদের পুজোতেও থিমের প্রকাশ। ভাবনার শীর্ষক, 'অন্তরালে'। শিল্পী পরিমল পাল। আর পুজোটা হয় বর্তমান দক্ষিণশ্বের মেট্রো স্টেশনের একেবারে কাছেই।
কী ভাবে যাবেন- জায়গাটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে
থিম- অন্তরালে
ভাবনা-শিল্পী- পরিমল পাল
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।