‘মুখরোচক’ বাড়ির কুমারী পুজো
প্রসিদ্ধ স্ন্যাকসের ব্র্যান্ড ‘মুখরোচক’-এর কথা এমন কোনও বাঙালি নেই, যাঁর অজানা। কিন্তু ‘মুখরোচক’-এর বাড়িতেও যে দুর্গাপুজো হয় সেই খবর অনেকেরই কাছেই। বারাসতের গোবিন্দপুরের অন্যতম জনপ্রিয় পুজো ‘মুখরোচক’ বাড়ির পুজো। শুধু দুর্গাপুজোই নয়, রীতি-নীতি মেনে নবমীর দিন কুমারী পুজোও করা হয়।
এই বছরও তার অন্যথা হয়নি। ‘মুখরোচক’-এর মালিক প্রণবচন্দ্র নিজে কুমারী পুজো করেন। গত চার বছরের মতো নবমীর দিন এই কুমারী পুজো তিনি নিজেই করে আসছেন। ছোট্ট কুমারীকে কোলে করে নিয়ে এসে দুধ, গোলাপ জল ও গঙ্গাজলে পা ধুয়ে দেওয়া হয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রণবচন্দ্র ধুপ ধুনো সহযোগে কুমারীর পুজো করেন।
আরও উল্লেখযোগ্য, পারিবারিক রীতি মেনে ‘মুখরোচক’ পরিবারের সকলেই পুজোর প্রতি দিন একই রকম পাঞ্জাবী এবং শাড়িতে সাজিয়েছিলেন নিজেদের।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।