Chorbagan Sarbojanin

চোরবাগান সর্বজনীন! ভাবনায় রয়েছে ‘অনুভূতি’

ইন্দ্রিয়ের পরিধির বাইরে যা কিছু, যা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু তবু প্রতিনিয়ত প্রাণ দিয়ে অনুভব করি তা সব কিছুই ‘অনুভূতি’র অন্তর্গত।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৮:২৫
Share:

কলকাতার নাম করা থিমপুজোগুলির মধ্যে অন্যতম হল চোরবাগান সর্বজনীনের পুজো। এই বছর তাঁদের থিমের নাম ‘অনুভূতি’। ইন্দ্রিয়ের পরিধির বাইরে যা কিছু, যা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু তবু প্রতিনিয়ত প্রাণ দিয়ে অনুভব করি তা সব কিছুই ‘অনুভূতি’র অন্তর্গত।

Advertisement

যদিও এই রকম একটি বিষয়কে মণ্ডপসজ্জার মধ্যে তুলে ধরা রীতিমত কঠিন এবং দর্শনার্থীদের বোঝার মতো করে তুলে ধরাও বেশ সমস্যার, তা'ও চোরবাগান সর্বজনীনের উদ্যোক্তারা নিজেদের সব রকম প্রচেষ্টা একত্র এই কাজকে সাফল্য দিয়েছেন।

থিম শিল্পী হিসেবে রয়েছেন দেবাশিহ বারুই। তিনি ১০০ বাই ১০০ মিটার এই মণ্ডপে ২৪ টি কাইনেটিক ইন্সটলেশনের মাধ্যমে এই মণ্ডপসজ্জাকে অন্য মাত্রা দিয়েছেন।

Advertisement

এই ইন্সটলেশনগুলি ঘুরবে ও সময় সময় নিজেদের জায়গায় ফিরে এসে মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলবে।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement