Ariadaha Pragati Sangha

আড়িয়াদহয় উঠে এল কেদারনাথ মন্দির!

আড়িয়াদহ প্রগতি সঙ্ঘের পুজোয় এ বারের থিমে কেদারনাথ মন্দির। শিবভক্তদের কাছে অবশ্যই এ এক সুখবর!

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৭:০৪
Share:

ভগবান শিবের প্রত্যেক ভক্তদেরই ইচ্ছে, অন্তত একবার হলেও কেদারনাথ মন্দির যাওয়া। অনেকে যেতে পারেন, আবার অনেকে বিভিন্ন কারণে এই সুযোগ পান না। যারা যেতে পারেন না, তাদের জন্য অবশ্যই সুখবর বলা যেতে পারে এটিকে। এ বারের আড়িয়াদহ প্রগতি সংঘের পুজোয় উঠে আসছে কেদারনাথ মন্দির।

Advertisement

৮৪তম বর্ষে এসে এই পুজো কমিটি বেছে নিয়েছে কেদারনাথ মন্দিরকে। এই মন্দির গড়ে তোলার জন্য বাঁশ, বাটাম বিভিন্ন রঙয়ের ব্যবহার করা হচ্ছে। প্রায় তিন মাস ধরে কাজ চলছে।

এই পুজো কমিটির প্রতি মাসে থাকছে সাবেকিয়ানার ছাপ। কুমোরটুলিতে তৈরি হচ্ছে প্রগতির মাতৃদেবী। পঞ্চমীর দিন থেকে দর্শনার্থীরা এই পুজো মণ্ডপ দেখতে পাবেন। পুজো মণ্ডপ ও রাস্তায় আলোর ব্যবহার করা হবে। দশমীর পর সাংস্কৃতিক অনুষ্ঠান করে এই কমিটি।

Advertisement

থিম শিল্পী- সুবোধ দত্ত

প্রতিমা শিল্পী- সুভাষ পাল

যাবেন কী করে- দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে বাঁদিকে সোজা গিয়ে আদ্যাপীঠ মন্দিরের কাছে এই পুজো পাবেন

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement