Amardeep Sangha Sarvajanik Durgotsav Puja Committee

শান্তির বার্তা নিয়ে এসেছে অমরদীপ সংঘ সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এই বারের পুজো

মণ্ডপে দেবীমূর্তির কাছেই থাকছে শান্তির বার্তা। অন্য রকম চমক থাকছে মণ্ডপসজ্জাতেও।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১৮:৫২
Share:

অমরদীপ সংঘ।

৪৯ তম বর্ষে দক্ষিণ কলকাতার অমরদীপ সংঘ প্রথম বার পা দিল থিম পুজোর পথে। এত বছরের সাবেকি ধাঁচের পুজো ছেড়ে থিম পুজোর ভাবনা কেন?

Advertisement

ক্লাবের তরফ থেকে সম্রাট নট্ট জানালেন, ‘‘এই বছর থেকে আমরা শুরু করলাম থিম পুজোর যাত্রা। আমাদের থিম রয়েছে ‘শান্তি’। থিমের ভাবনা হিসেবে আমরা দেখেছি ‘ দেবী উমার আগমনে শান্তি এল এ ভুবনে’। বিশ্ব জুড়ে দাঙ্গা, যুদ্ধ ও অশান্তির পরিস্থিতি চলছে। পাশাপাশি আমরা সবে এক ভয়ানক মহামারির কবল থেকে বেরিয়ে এসেছি। এই অশান্ত পরিবেশে শান্তির খোঁজ পাওয়া যাবে দেবীর কাছেই।’’

মণ্ডপে দেবীমূর্তির কাছেই থাকছে শান্তির বার্তা। অন্য রকম চমক থাকছে মণ্ডপসজ্জাতেও।

Advertisement

কী ভাবে যাবেন: টালিগঞ্জ থেকে আসতে, করুণাময়ী সেতু পার করে এলে দেখা যাবে ডান দিকে রাস্তা ঢুকে গিয়েছে, করুণাময়ী ঘাট রোড। এই রাস্তা পেরিয়ে সোজা মতিলাল গুপ্ত রোডে উঠলেই ডান হাতে পড়বে এই পুজো মণ্ডপ।

প্রতিমা শিল্পী: ধনঞ্জয় সাউ

থিম শিল্পী: বিভাস বন্দ্যোপাধ্যায়

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement