বেহালা আদর্শপল্লীর পুজো এই বছর পা দিল ৬৬ বর্ষে। তাদের পুজোর এ বছরের থিম ‘বাংলার লোকশিল্প’। বেহালা আদর্শপল্লী-র জনসংযোগ আধিকারিক সায়ন্তন ঘোষ জানালেন, ‘যে হারে বাংলার মানুষ লোকশিল্প ও তার ঐতিহ্যকে হারিয়ে ফেলছে, তা খুব উদ্বেগজনক। আমরা সেই জায়গা দাঁড়িয়ে বাংলার ইতিহাসের ঐতিহ্য রক্ষা করতে এ বারের থিম বেছেছি। এই বছরের মণ্ডপ সাজছে ডোকরার সাজে।’’
প্রথম দিকে সাবেকি পুজো হলেও ১৯৯৮ সাল থেকে এঁরা থিম পুজোর ধারায় এসে পড়েছেন। তার পর থেকে প্রত্যেক বছরই তাঁদের পুজোয় কোনও না কোনও নতুন চমক থাকে, এই বছরও তার ব্যতিক্রম নয়।
সায়ন্তনবাবু জানালেন, প্রতিমা তৈরি প্রায় শেষের পথে। মণ্ডপ গড়ে তোলার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ১৬৫, বেহালা রায় বাহাদুর রোড, কলকাতা ৩৪— এই ঠিকানার এমন দুর্গাপুজো দক্ষিণ কলকাতায় বিশেষ সাড়া ফেলেছে বেশ ক’বছর ধরে।
এই পুজোর ঠাকুর তৈরি হয় মণ্ডপে। অবিরাম ভাবনার ভাঙাগড়া চিন্তা থেকেই এমন থিমকে তুলে ধরার চেষ্টা করছেন তাঁরা।
কী ভাবে যাবেন?
নিউ আলিপুর থেকে গেলে বুড়োশিবতলার দিকের রাস্তায় সোজা গেলেই আদর্শপল্লী সুইমিং ক্লাবের ঠিক পাশেই এই পুজো মণ্ডপ পেয়ে যাবেন।
থিম শিল্পী: সঞ্জীব নারায়ণ দত্ত
প্রতিমা শিল্পী: কমল বিশ্বাস
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।