সনাতন ধর্ম মতে, যে কোনও শুভ কাজ করার আগে কলশ স্থাপন করা হয় যার মধ্যে নারকেল থাকে।
আপনি যদি আর্থিক সমস্যায় জর্জরিত হন এবং বাড়িতে সবসময় অর্থের অভাব থাকে, তবে নারকেল করতে পারে সমস্যার প্রতিকার।
পণ্ডিতদের মতে, লক্ষ্মীপুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে পুজোয় বসতে হবে।
দেবী লক্ষ্মীর পুজোয় নারকেল, পদ্ম, দই ও মিষ্টি নিবেদন করতে হবে।
এরপর সেই নারকেলটিকে একটি লাল কাপড়ে মুড়িয়ে এমন জায়গায় রাখতে হবে যাতে কেউ দেখতে না পায়।
এতে নাকি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
অনেক সময় বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তির কারণে পরিবারে অশান্তি দেখা যায়।
সে ক্ষেত্রে, ওই পুজোর নারকেলটি বাড়ির প্রতিটি কোণে নিয়ে যেতে হবে।
এরপর নদীতে ভাসিয়ে দিতে হবে। এটি করলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং পরিবার সুখী হবে।
অনেক সময় দেখা যায় যে কোনও কোনও ব্যক্তি সর্বদা খুবই বিচলিত থাকেন। এমন পরিস্থিতিতে পূজার নারকেলকে ভক্তিভরে প্রসাদ হিসাবে গ্রহণ করুন।
মনে ও জীবনে শান্তি ফিরবে, কাজে উন্নতি হবে।