Durga Mantras

দুর্গাপুজো চলাকালীন এই বত্রিশ নামমালা পাঠ করলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়

দুর্গাপুজো চলাকালীন প্রতি দিন দেবীর বত্রিশ নামমালা ভক্তি ভরে পাঠ করলে, আমাদের জীবনের নানান বিপদ থেকে উদ্ধার মেলে। বলছেন শ্রী মণি ভাস্কর

Advertisement

শ্রী মণি ভাস্কর

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৩:০৬
Share:

দুর্গাপুজো চলাকালীন প্রতি দিন দেবীর বত্রিশ নামমালা ভক্তি ভরে পাঠ করলে, আমাদের জীবনের নানান বিপদ থেকে উদ্ধার মেলে। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, এই বত্রিশ নাম পাঠ করলে সমস্ত ভয়-ভীতি থেকে মানুষের মুক্তি ঘটে। সমস্ত বিপদের কালো মেঘ দূরে সরে যায়। আসুন জেনে নিই দেবীর বত্রিশ নাম—

Advertisement

১. দুর্গা

২. দুর্গার্তিশমনী

Advertisement

৩. দুর্গাপদ্বিনিবারিণী

৪. দুর্গমচ্ছেদিনী

৫. দুর্গসাধিনী

৬. দুর্গনাশিনী

৭. দুর্গতোদ্ধারিণী

৮. দুর্গনিহন্ত্রী

৯. দুর্গমাপহা

১০. দুর্গমজ্ঞানদা

১১. দুর্গদৈত্যলোকদবানলা

১২. দুর্গমা

১৩. দুর্গমালােকা

১৪. দুর্গমাত্মস্বরূপিণী

১৫. দুর্গমার্গপ্রদা

১৬. দুর্গমবিদ্যা

১৭. দুর্গমাশ্রিতা

১৮. দুর্গমজ্ঞানসংস্থানা

১৯. দুর্গমধ্যানভাসিনী

২০. দুর্গমোহা

২১. দুর্গমগা

২২. দুর্গমার্থস্বরূপিণী

২৩. দুর্গমাসুরসংহন্ত্রী

২৪. দুর্গমায়ুধধারিণী

২৫. দুর্গমাঙ্গী

২৬. দুর্গমতা

২৭. দুর্গম্যা

২৮. দুর্গমেশ্বরী

২৯. দুর্গভীমা

৩০. দুর্গভামা

৩১. দুর্গভা

৩২. দুর্গদারিণী

(মার্কণ্ডেয় পুরাণের ৮৮ নং অধ্যায়ে, দেবীর এই বত্রিশটি নাম-মালা বর্ণিত আছে)

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement