ছবি- ফেসবুক
কোজাগরী লক্ষ্মী পুজোয় ঘরে ঘরে আরাধনা হয় মা লক্ষ্মীর। মা লক্ষ্মীর সঙ্গে আসেন তাঁর বাহন প্যাঁচার। লক্ষ্মীপুজোর বিসর্জনের দিন তেমনই এক জ্যান্ত লক্ষ্মী প্যাঁচার ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে আপলোড করে ভাইরাল যুবক। ভিডিয়োটি আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা শেয়ার হতে থাকে।
প্রচলিত মতে লক্ষ্মীর এই বাহনকে শুভ বলে মনে করা হয়। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। সে রকমই বাংলার একটি পরিবারে সাক্ষাৎ হাজির মা লক্ষ্মীর বাহন। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাহনকে হাতে ধরে রয়েছেন একটি ছেলে।
ভিডিয়োর কমেন্ট সেকশনে যেন 'জয় মা লক্ষ্মী' কমেন্টের ঝড় উঠেছে। এমন ঘটনা ঐ পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে বলেও মনে করছেন অনেকে। যদিও, এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।