এবার পুজোয় বাড়িতেই করুন ফটোশ্যুট
বাইরে নয়, এ বার পুজোয় বাড়িতে বসেই করতে পারেন নিজের ফটোশ্যুট। কিন্তু তার জন্য চাই একটি সুন্দর জায়গা, সঙ্গে পর্যাপ্ত আলো। কোন আলোয় কোন ছবি ভাল উঠবে, তা-ও জানা জরুরি। এই প্রতিবেদনে রইল বাড়িতেই ফটোশ্যুট করার কিছু টিপস।
টুনি লাইটের ঝিলমিল
পর্দার উপর টুনি আলো দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার ঘরের কোণগুলিকে। তার পরে তার সামনে বসে বা দাঁড়িয়ে করতে পারেন ফটোশ্যুট। সাবেক সাজে এই আলোয় আপনাকে দেখাবে চমৎকার।
রিং লাইটে চমক
নিজের মুখের ছবি তুলতে সবচেয়ে ভাল রিং লাইটের ব্যবহার। এই আলো আপনি বিভিন্ন ভাবে ব্যবহার করে আপনার মুখের ছবি তুলে দেখুন। চমকে যাবেন নিজেই!
ডিজাইনার আলোয় ঝলমলে
এখন অনলাইন বিপণিগুলিতে হরেক রকম ডিজাইনার আলোর সম্ভার চোখে পড়ে। স্টার ডিজাইনিং লাইট, বাটির মতো দেখতে ল্যাম্প, রকমারি টেবিল ল্যাম্প ইত্যাদি। এগুলি দিয়ে সাজাতে পারেন আপনার শোওয়ার ঘর বা বসার ঘর।
বোতল আলোর কারিকুরি
কাচের বোতল রং করে তার মধ্যে ভরে দিন একটি টুনি আলোর চেন। অন্ধকার আলোয় সেই বোতল আলো তৈরি করে দেবে মায়াবি পরিবেশ। বাকিটা ছবিই বলুক!
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।