Buddha statue

বুদ্ধমূর্তি বয়ে আনে সৌভাগ্য, পুজোর গৃহসজ্জায় বাড়ির কোথায় স্থাপন করবেন এই মূর্তি?

অভয়া মুদ্রা বুদ্ধমূর্তি নামে জনপ্রিয় এই বুদ্ধমূর্তি। এখানে বুদ্ধ সিংহাসনে উপবিষ্ট, এক হাত বুকের কাছে আশীর্বাদের মুদ্রায়। পাথরের এই মূর্তি বাড়ির সদর দরজায় থাকুক। তাতেই মিলবে আশীর্বাদ।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৭:০৭
Share:

শান্তির প্রতীক বুদ্ধ মূর্তি

বুদ্ধমূর্তি বয়ে আনে সৌভাগ্য, পুজোর গৃহসজ্জায় বাড়ির কোথায় রাখবেন এই মূর্তি?

Advertisement

সারা দিনের কর্মব্যস্ততার পর ঘরে ফেরা একটু শান্তির জন্যই। জানেন কি, বাড়িতে পাথরের বুদ্ধমূর্তি শান্তি এবং সম্প্রীতি আনতে সাহায্য করে? পুজোর সময়টায় অনেকেই নতুন করে ঘর সাজিয়ে তোলেন। জেনে নিন বাস্তু অনুসারে, বাড়ির কোথায়, কেমন ধরনের বুদ্ধ মূর্তি রাখা ভাল এবং কেন।

আশীর্বাদরতঃ বুদ্ধ মূর্তিঃ

Advertisement

অভয়া মুদ্রা বুদ্ধমূর্তি নামে জনপ্রিয় এই বুদ্ধমূর্তি। এখানে বুদ্ধ সিংহাসনে উপবিষ্ট, এক হাত বুকের কাছে আশীর্বাদের মুদ্রায়। পাথরের এই মূর্তি বাড়ির সদর দরজায় থাকুক। তাতেই মিলবে আশীর্বাদ।

হেলান দেওয়া বুদ্ধ মূর্তিঃ

বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে, হেলান দেওয়া বা ঘুমন্ত বুদ্ধ মূর্তিকে মর্মস্পর্শী বলে মনে করা হয়। যেহেতু এটি বুদ্ধের নির্বাণলাভের প্রতীক, তাই তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মুদ্রায় বুদ্ধের মূর্তি কিন্তু বিষণ্ণতার প্রতীক নয়। বাস্তু রীতি বলে, বাড়ির পশ্চিমমুখে রাখা উচিত এই মূর্তি।

ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি:

ধ্যানমগ্ন বুদ্ধমূর্তি শান্তির প্রতীক। এখানে বুদ্ধ পা ভাঁজ করে বসে, মুখ উপরের দিকে, চোখ বন্ধ এবং হাত কোলে রাখা। ছোট আকারের বুদ্ধমূর্তিগুলি একটি টেবিলের উপরে স্থাপন করুন। বড় বুদ্ধমূর্তি একটি শান্ত কোণে রাখা যেতে পারে, বিশেষত করে ধ্যানের ঘর বা ঠাকুর ঘরে। ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে রাখুন সামনে।

প্রার্থনারত বুদ্ধ মূর্তি:

হাত জোড় করা বুদ্ধমূর্তি ভক্তি ও বিশ্বাসের প্রতীক। অঞ্জলি মুদ্রা বুদ্ধমূর্তি নামেও পরিচিত এটি। পূজার ঘরের জন্য অত্যন্ত উপযুক্ত। প্রার্থনারত বুদ্ধমূর্তির চারপাশে মোমবাতি বা প্রদীপ জ্বালাতে পারেন। বাস্তুমত বলে, আগুনের শক্তির সঙ্গে মূর্তি থেকে নির্গত ইতিবাচক শক্তি আপনার বাড়িতে সুসময় বয়ে আনবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement