প্রতীকী চিত্র
দুর্গা পুজো মানেই নিজেকে সাজিয়ে তোলার উৎসব। সেই সঙ্গে নিজের সাধের বাড়িকেও সাজিয়ে তোলার এই তো সময়! নতুন রং হোক বা নতুন আসবাবপত্র, নতুনত্বের ছোঁয়ায় পুরনো বাড়িও ভোল পাল্টে ফেলে একদম। কিন্তু এ বছর যদি বাড়ি সাজানো যায় পরিবেশের কথা ভেবে, তা হলে কেমন হয়! এতে শুধু যে কার্বন-ফুটপ্রিন্ট কম হয় তা নয়, বরং খুব কম খরচে বাড়ি সাজানোও যায়।
আসুন জেনে নেওয়া যাক কী ভাবে পরিবেশ-বান্ধব উপায়ে বাড়ি সাজানো যায়-
ঘরের কোণে কোণে জ্বলুক প্রদীপের আলো
মাটির প্রদীপ যেমন সাবেকিয়ানার ছোঁয়া আনে, ঠিক তেমনই দেখতেও সুন্দর লাগে। প্রদীপে বিভিন্ন আকর্ষণীয় নকশা এঁকে ঘরের নানা দিকে সেগুলি জ্বালিয়ে রাখতে পারেন।
সবুজ সৌন্দর্য
সাশ্রয়ী গৃহসজ্জার জন্য গাছ আদর্শ। এটি শুধু আপনার ঘরকে সুন্দরই করে তোলে না, বরং বাড়ির ভিতরের বাতাসকেও বিশুদ্ধ করে তোলে– যা আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
ফুলের সাজ
ঘর সাজান বিভিন্ন রকম ফুলে, যা শুধু রঙের ছোঁয়াই আনবে না বরং ঘরকে করে তুলবে সুবাসিত। দরজার সামনে ছড়ানো পাত্রে জলের মধ্যে গোলাপ বা গাঁদার পাপড়ি ভাসিয়ে দিলে তা যেমন সুন্দর দেখায়, ঠিক তেমনই পরিবেশ-বান্ধবও হয়ে ওঠে।
শক্তি-সাশ্রয়ী আলো
বাড়িকে আলোকিত করে তুলতে ব্যবহার করুন শক্তি-সাশ্রয়ী এলইডি আলো। এই আলোগুলি যেমন ঘরের পরিবেশ স্নিগ্ধ করে তোলে, ঠিক তেমনি বিদ্যুৎ খরচেও রাশ টানে
কাপড়ে আসুক সৃজনশীলতা
গৃহসজ্জার আর একটি উদ্ভাবনী উপায় হল কাপড়। এটি যেমন টেকসই, তেমনই পরিবেশ বান্ধব। আলমারিতে পড়ে থাকা রঙিন ওড়না দিয়ে দেওয়াল সাজাতে পারেন। জানলার পর্দায় ‘লেয়ার’ যোগ করতে ব্যবহার করতে পারেন বিভিন্ন রঙের পুরনো কাপড়। আপনার সেন্টার টেবিলকেও সাজাতে পারেন নানা রঙের কাপড়ে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের অংশ।