smart phone

এ বার পুজোয় প্রিয়জনের হাতে তুলে দিন এ সব স্মার্টফোন!

প্রিয়জনকে কী উপহার দেবেন সেই বিষয়ে চিন্তিত? আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে স্মার্টফোন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৫
Share:

স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী

পুজোয় বাকি আর মাত্র হাতে গোনা দিন। প্রিয়জনকে কী উপহার দেবেন সেই বিষয়ে চিন্তিত? জামাকাপড়, ঘড়ি, বই এই সব উপহার থেকে সরে এসে এবার পুজোয় কি নতুন কিছু উপহারে চমক দিতে চান? তা হলে আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে স্মার্টফোন।

Advertisement

রোজনামচায় আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছে স্মার্টফোন। চাহিদার কথা মাথায় রেখে মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলো পুজোর সময় বাজারে আনেন নতুন ফিচারের নানা স্মার্টফোন। চলে অফারও। অনলাইনে কিনলেও বরাদ্দ থাকে নানা অফার। এ বছর‌ও পুজোর আগে বাজারে আসতে চলেছে কিছু স্মার্টফোন।

পকেটস‌ই খরচে এমনই একটা স্মার্টফোন উপহার হিসেবে কিনে তাক লাগিয়ে দিতে পারেন আপনার প্রিয়জনকে। রইল এমন কয়েকটি স্মার্টফোনের যাবতীয় হদিশ।

Advertisement

আরও পড়ুন: পুজোর আগে এই ডায়েট মেনে চলুন! তা হলেই পাবেন নজরকাড়া ফিটনেস!

ভিভো এস ওয়ান: ভারতের বাজারে অগস্ট মাসেই এসেছে এই ফোন। মিডিয়াটেক হেলিও পি৬৫ প্রসেসর য়ুক্ত এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। ট্রিপল ক্যামেরা যুক্ত এই স্মার্টফোনের পিছনে থাকে ১৬ এমপি, ৮ এমপি ও ২ এমপি ক্যামেরা এবং সামনে থাকে ৩২ এমপি ক্যামেরা। ডুয়াল ন্যানো সিম যুক্ত এই ফোনেরর‌‍্যাম ৪ জিবি এবং ৬.৩৮ ইঞ্চি স্ক্রিন। ফাস্ট চার্জের সুবিধাও রয়েছে এই ফোনে। স্মার্টফোনটির দাম ১৭,৯৯০।

রিয়ালমি থ্রি আই: অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি ৬০ প্রসেসর যুক্ত এই ফোনটি আগস্ট মাসেই বাজারে এসেছে। ৩ জিবি র‍্যামের সঙ্গে এই ফোনে পেয়ে যাবেন ৬.২২ ইঞ্চি স্ক্রিন। ১৩ এমপি ও ২ এমপির ডুয়াল প্রাইমারী ক্যামেরা, ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। ৯,৯৯০ টাকায় ফোনটি থাকতেই পারে আপনার পছন্দের তালিকায়।

স্যামসাং গ্যালাক্সি এ টেন এস: ১.৫ অক্টাকোর প্রসেসর যুক্ত এই মডেলটি ২ জিবি র‍্যাম যুক্ত। এই ফোনের ডুয়াল প্রাইমারী ক্যামেরা যথাক্রমে ১৩ ও ২ এমপির এবং ফ্রন্ট ক্যামেরাটি ৮ এমপির । ৬.২ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটি আপনি দিতেই পারেন আপনার প্রিয়জনকে। মাত্র ৭,৯৯০ টাকায় আপনি পেয়ে যাবেন এই স্মার্টফোন।

আরও পড়ুন: চুল পাতলা হয়ে ঝরে যাওয়া রুখতে পুজোর আগেই সহজ এই উপায় আয়ত্তে আনুন

ওপো এ নাইন এক্স: ভাল ক্যামেরার জন্য ভরসা করাই যেতে পারে ওপোরএইস্মার্টফোনের উপর। অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি ৭০ প্রসেসর যুক্ত এই ফোনের র‍্যাম ৬ জিবি।এই ফোনের স্ক্রিন ৬.৫৩ ইঞ্চির। এলিডি ফ্ল্যাশ যুক্ত স্মার্টফোনের ৪৮ ও ৫ এমপির প্রাইমারি ক্যামেরা এবং ১৬ এমপি-র ফ্রন্ট ক্যামেরা। দ্রুত চার্জ ও ভাল ব্যাটারি ব্যাকআপের সুবিধাও রয়েছে এই ফোনে।ফোনটির দাম ২২,২৯০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement