নিজে পছন্দ করে জুতো কিনুন।
পুজো মানেই নতুন জামা, পছন্দের ব্যাগ আর সঙ্গে ব্যাঙ্গলস, ইয়ারিংসের ছয়লাপ। কিন্তু এ সবের মাঝে সাধের জুতোকে ভুল গেলে চলে? তবে জুতোর সঙ্গে বিনামূল্যের উপহার ফোস্কা। তা বলে কি নতুন জুতো হবে না? তা বললে হয়!
‘টপ টপ বটম’ সাজে নতুন জুতোকে কব্জা না করতে পারলে গোটা সাজই যে মাটি। পায়ে ব্যান্ডেজ বেঁধে হাঁটার অসুবিধা করে আর যাই-ই হোক, পুজোয় মাতামাতির সে আমেজ থাকে না।
তাই পছন্দের জুতো কেনার সঙ্গে সঙ্গে মনে রাখুন কয়েকটা ঘরোয়া সহজ টোটকা, যাতে সাজ হবে সর্বাঙ্গীন সুন্দর।
আরও পড়ুন: পুজোর হাঁটাহাঁটিতে পায়ে ব্যথা? রইল সহজ সমাধান
আরও পড়ুন: পুজোর মরসুমে সুস্থ থেকে আনন্দ করুন এইসব উপায়ে
পুরনো ফিরুক অচেনা মোড়কে
নতুন জুতো যদি একান্তই কিনে উঠতে না পারেন, তা হলেও ভাবনা নেই । সে ক্ষেত্রে পুরনো জুতো ঝেড়ে-মুছে, পরিষ্কার করে পালিশ করে নিতেই পারেন। এতে নতুন জুতোও হল, আবার সাজও হল ষোলো আনা। অনেকেই গোল্ডেন বা সিলভার ঘেঁষা রঙের জুতো পছন্দ করেন। কিন্তু সব ধরনের ড্রেসের সঙ্গে এই জুতো পরা যায় না। সেই ঝঞ্ঝাট এড়াতে পছন্দের গাঢ় রঙে রাঙিয়ে নিন পুরনো জুতো। আবার খুব ঘোরাঘুররি পরিকল্পনা থাকলে নতুন জুতো এড়িয়ে ভাল মানের পুরনো জুতোতেই আস্থা রাখুন। নতুন পরতে হলে কিন্তু পুজোর ক’দিন আগেই তা পরে হেঁটেচলে পা-কে তার সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি।
জামার জুটি জুতো
জামা অনেক হলেও সব সময়ে প্রতিটি জামার সঙ্গে ম্যাচিং জুতো কেনা সম্ভব হয়ে ওঠে না। নতুন জামাগুলোকে কয়েকটি বিভাগে ভাগ করে নিন— ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, ফিউশন। ইন্ডিয়ানের সঙ্গে স্যান্ডল, হিলস তো আছেই। তবে স্টাইল করার জন্য অ্যাঙ্কল লেংথ কুর্তির সঙ্গে গ্ল্যাডিয়েটর বা বুটস পরতেই পারেন। ফ্যান্সি জুতো হলে জামার ঝুল যেন শর্ট থাকে। আর সাদামাঠা জামার সঙ্গে বাহারি জুতো পরবেন। জুতো আর জামা দুটোই একই মাপের জমকালো হলে, জুতোর দিকে নজর পড়বেই না। ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে স্টিলেটো পারফেক্ট। খেয়াল রাখবেন, পায়ের পাতা অবধি ঝুলের যে কোনও ড্রেসের সঙ্গে হিলস পরাই ভাল। এতে পোশাকটাও দেখতে সুন্দর লাগে। শরীরের ভারসাম্যও বজায় থাকে। তাই শাড়ির সঙ্গে হিলস মাস্ট। তবে ব্লক হিলস না পেনসিল হিলস, সেটা নির্ভর করছে আপনার আত্মবিশ্বাসের উপর। পালাজ়োর সঙ্গেও হিলস পরাই ভাল।
আরও পড়ুন: পুজোয় কী অসুখে কোন হোমিওপ্যাথি ওষুধ কাজে আসবে, জানেন?
নজর কাড়তে সলিড কালারের ড্রেস বা কুর্তির সঙ্গে পরতে পারেন প্রিন্টেড স্নিকার্স। রোজকার লোফারসে লাগিয়ে নিতে পারেন বাকল্স। ব্যালেরিনার আবেদন মেয়েদের কাছে চিরন্তন। নতুনত্ব আনতে পুরনো ব্যালেরিনাতেও লাগিয়ে নিতে পারেন একটা বো। বিভিন্ন ধরনের তিন-চার জোড়া জুতো থাকলেই সব ধরনের পোশাকের সঙ্গে সাজ মানিয়ে যাবে।
তাই সহজেই জুতোর শোভা পাল্টে পুরনোকেও দিয়ে দিতে পারেন নতুন লুক! আর আপনার শু র্যাক ভরিয়ে তুলতে পারেন জুতোর রকমারিতে!