প্রতীকী ছবি।
বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো শেষ হতে না হতেই চলে আসে দীপাবলি। অন্ধকার মুছে দিয়ে আলোর রোশনাইয়ে সেজে ওঠে চারিদিক। ইদানীং উৎসব উদ্যাপনের অন্য এক ছবিও দেখতে পাওয়া যায়। আতশবাজির কালো ধোঁয়ায় ভরে ওঠে আকাশ। কালিপটকা, বোমার শব্দে কান পাতা দায় হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে বাড়ির পোষ্যরা। ভয়ে কুঁকড়ে থাকে তারা। কলকাতা হাইকোর্ট এ বারও তাই দীপাবলিতে নিষিদ্ধ করেছে শব্দবাজি।
প্রতীকী ছবি।
এ বারের দীপাবলিকে তাই আক্ষরিক অর্থেই আলোর উৎসবে পরিণত করতে উদ্যাপন করুন অন্য ভাবে—
মাটির প্রদীপ জ্বালান
দীপাবলির রাতে গোটা বাড়ি সাজিয়ে ফেলুন মাটির প্রদীপ দিয়ে। প্রদীপের আলো যেন বাড়ির আনাচে কানাচে পৌঁছোয়। পারলে বাড়ির সকলে মিলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মাটির প্রদীপ।
রঙিন বেলুন দিয়ে সাজান
শুধু প্রদীপ নয়, ঘর সাজান রঙিন বেলুন দিয়েও। বাড়ির ছোটদেরকে বেলুন ফোলানোর কাজে যুক্ত করতে পারেন। উৎসবের সময়ে আনন্দ ভাগ করে নিলে।
ঘর সাজান
আলোর উৎসবের আগে ঘরদোর পরিষ্কার রাখুন। রঙিন মোমবাতি, রঙিন কাগজ, টুনি বাল্ব ইত্যাদি সামগ্রী দিয়ে ঘরের চারপাশ সাজান। চাইলে বসার ঘরে রঙ্গোলি দিতে পারেন।
বাড়িতে বানান মিষ্টি
উৎসবের সময় বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টি। রসগোল্লা, বাদাম ক্ষীর, গাজরের হালুয়া, বোঁদে। উৎসব উপলক্ষে বানান পারেন বিশেষ কেকও।