Stories of Lord Ganesh

গণেশের দেহের কোন অঙ্গের তাৎপর্য কী? কী ভাবে তা প্রভাব ফেলে মানুষের জীবনে

গণেশ এমন এক দেবতা, যাঁর দেহের প্রতিটি অঙ্গই প্রতীকী। যার কিছু না কিছু প্রভাব ও তাৎপর্য আছে সাধারণ মানুষের জীবনে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩১
Share:

দিন কয়েক পরেই গণেশ পুজো। আচারবিধি মেনে পুজো তো অবশ্যই করবেন। কিন্তু গণেশ এমন এক দেবতা, যাঁর দেহের প্রতিটি অঙ্গই প্রতীকী। যার কিছু না কিছু প্রভাব ও তাৎপর্য আছে সাধারণ মানুষের জীবনে। আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদনে রইল তারই হদিস।

Advertisement

দুই দাঁত

গণেশের মুখের দুটো দাঁত ঠিক এবং ভুলের প্রতীক৷ আবেগ আর বাস্তবের প্রতীক৷ দুটো দাঁত মানে দুটো পছন্দও বটে৷ যা আমাদের শেখায়, সব কিছুর ঊর্ধ্বে উঠে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।

Advertisement

মাথা

হাতির মাথা বড় হয়৷ তাই গণেশের মাথাও বড়৷ যার অর্থ, বড় চিন্তা কর, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভাবো৷ বৈজ্ঞানিক মতে, বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হাতি৷

ছোট চোখ

এ রকম চোখের অর্থ বাড়তি মনোযোগ৷ অর্থাত্‍, বেশি মনোযোগ দিয়ে ভবিষ্যত্‍ দেখার চেষ্টা করো, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিত বিচারে।

বড় শুঁড়

গণেশের শুঁড় হল গ্রহণযোগ্যতার প্রতীক৷ যা আমাদের শেখায়, জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, তার সঙ্গেই মানিয়ে নাও৷ কঠিন পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে সামাল দাও৷

বড় কান

হাতির এই ধরনের কান হয়৷ গণেশেরও তাই বড় কান, যা হল শোনার অভ্যাসের প্রতীক৷ তার অর্থ, মন দিয়ে শোনো৷ তার পরে যা কিছু অপ্রয়োজনীয়, সেগুলো জীবন থেকে বাদ দিয়ে দাও।

বড় ভুঁড়ি

গণেশের বড় ভুঁড়ি জীবন উপভোগের প্রতীক৷ তা শেখায়, জীবনে যেমনই পরিস্থিতি আসুক, সব সময়ে আনন্দে থাকার চেষ্টা করো।

চার হাত

গণেশের চার হাত চার ধরনের প্রতীক৷

এক হাতে কুড়ুল, যার অর্থ- পুরনো যা কিছু ভাল-মন্দ কেটে ফেলো. বর্তমানে বাঁচো৷

এক হাতে পদ্ম। এর মানে, মনকে সদা জাগ্রত রাখো৷

আর একটি হাত বিশ্ববাসীকে আশীর্বাদ করছে৷

চতূর্থ হাতে থাকে সুতো৷ যার অর্থ, বস্তুবাদ ছেড়ে মোক্ষের দিকে এগিয়ে চলো৷

বসা

গণেশ কী ভাবে বসে আছেন, বা দাঁড়িয়ে- তারও আলাদা শিক্ষা রয়েছে৷ সাধারণত, গণেশ বসেই থাকেন৷ একটি পায়ের ওপর অপর পা তুলে৷ অর্থাত্‍, যতই তুমি উঁচুতে উঠে যাও, মূল ভিত্তিটা ভুলে যেও না৷ অন্য পা যেন মাটিতে থাকে৷

বাহন ইঁদুর

ইঁদুর হল গণেশের বাহন৷ আমাদের একগুচ্ছ ইচ্ছের প্রতীক, যার কোনও শেষ নেই৷ সেই ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে হবে৷ নইলে ধ্বংস অনিবার্য৷

ইঁদুরকে দেখা যায় গণেশের পায়ের কাছে৷ এর অর্থ, অহং ঝেড়ে ফেলতে হবে৷ মনের ভেতর আমিত্ব রাখলে চলবে না৷

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement