ভাইফোঁটার দিন মানেই চুটিয়ে মজা। সেই আনন্দের কেন্দ্রে অবশ্যই থাকে জমাটি পেটপুজো। আয়োজনে ১৬ পদে বাহারি মেনু না বাড়ির কী আর চলে!পুরনো দিনের ছোঁয়ায় যাঁরা উদযাপন পছন্দ করেন, এই ভাইফোঁটায় তাঁরা চলে যেতে পারেন চ্যাপ্টার ২-তে।
কলকাতার প্রথম রেট্রো ডাইনিং রেস্তরাঁ হিসেবে ইতিমধ্যেই বেশ নাম করেছে এই জায়গাটি। সাদার্ন অ্যাভিনিউয়ের বুকে গড়ে ওঠা এই রেস্তরাঁর আমেজটাই যেন রেট্রো বা পুরনো ধরনের। পরিবারের সকলকে নিয়ে নির্ভেজাল আড্ডা ও আনন্দের জন্য আদর্শ। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই রেস্তরাঁ, তাই নিজের সুবিধে অনুযায়ী চলে যেতে পারেন মধ্যাহ্নভোজ বা নৈশভোজে।
মেনুতে নিরামিষের মধ্যে খুব জনপ্রিয় মাশরুম ককটেল, কর্ন অন মাশরুম টোস্ট, ভেজিটেবিল স্ট্রগ্যানফ, ভেজিটেবিল ফ্লোরেন্টাইন, পেনে পাস্তা ইন ক্রিমি পেস্তো সস।
আমিষে চিকেন আ লা কিয়েভ, রোস্টেড ল্যাম্ব ইন রেড ওয়াইন সস, পর্ক চপস, ল্যাম্ব চপস, প্রন অন টোস্ট, ডেভিল্ড ক্র্যাব, চিকেন স্ট্রগ্যানফ, স্প্যাগেটি ইন টমেট সস, পর্ক ভিন্দালু, প্রন ককটেল, সি ফুড চাউডার, নাটি ক্রাঞ্চ, ক্যারামেল কাস্টার্ড আর অ্যাপেল পাই ইত্যাদি।