Durga Puja Eye Makeup

চোখের গাঢ় কাজল পুজোর সাজের অঙ্গ, কিন্তু সহজেই কাজল ঘেঁটে যায়? জেনে নিন উপায়

পুজোয় শাড়ির সঙ্গে মানানসই চোখে ঘন কালো কাজল, কিন্তু মুহূর্তেই কাজল ঘেঁটে যায়? জেনে নিন কী ভাবে অনেকক্ষণ চোখের কাজল থাকবে একইরকম।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩
Share:

প্রতীকী চিত্র

অষ্টমীর সকালবেলা লাল পেড়ে ঢাকাই জামদানির সঙ্গে ঘন কালো কাজলে মোহময়ী হয়ে উঠতে চান? অথবা একটা হাল্কা রঙের হ্যান্ডলুম শাড়ির সঙ্গে চোখের ভারি মেকআপ করবেন ভেবে রেখেছেন। কিন্তু চিন্তা একটাই, চোখের কাজল ঘেঁটে গেলে পুরো সাজটাই মাটি। তাহলে কী ভাবে কাজল পরলে অনেকক্ষণ কাজল থাকবে একইরকম?

Advertisement

প্রথমে, কাজল পরা শুরু করার আগে চোখে ‘প্রাইমার’ লাগাতে ভুলবেন না। প্রাইমার না লাগালে কাজল দীর্ঘক্ষণ স্থায়ী হবে না। সময়ের আগে উঠে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে।

এবার, পছন্দের কাজল বেছে নিয়ে তা চোখের ধার থেকে লাগানো শুরু করতে হবে। চোখের বাইরের দিক থেকে শুরু করে ভেতরের দিকে কাজল লাগান। চোখের ভেতরের খাঁজে, অর্থাৎ, চোখের ‘ইনার কর্নারে’ কাজল লাগাবেন না। তাতে, চোখ ছোট দেখতে লাগে।

Advertisement

একবার কাজল টেনে নিলেই কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। একবার কাজল টেনে নিলে দেখতে ভালোই লাগে। কিন্তু বেশি সময়ে টেকার জন্য একটু গাঢ় কাজল লাগাতে হবে। তাই একবার কাজল লাগানোর পরে, তার উপর আবার বুলিয়ে নিন। কালো কাজলের পরিবর্তে খয়েরি রং বেছে নিতে পারেন, এতে চোখ দেখতে বড় লাগে।

সবশেষে, কোনও পাউডার বা কালো ‘আই শ্যাডো’ কাজলের ওপর বুলিয়ে নিন, এতে কাজল অনেকক্ষণ একইরকম থাকবে।

সঠিক কাজল বেছে নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু দিক খেয়াল রাখতে হবে। চোখে গ্লিটারি বা শিমারি কাজল ব্যবহার না করাই ভাল। বেশিক্ষণ পরে থাকলে এগুলি চোখের জন্য ক্ষতিকারক হতে পারে। প্রাকৃতিক বা অর্গ্যানিক কাজল ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। কোনও কাজল ব্যবহার করে চোখে জ্বালার অনুভূতি হলে, অবিলম্বে চোখ ধুয়ে ফেলুন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement