অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিজয়ীরা
উৎসবের মরসুম মানেই নিত্যনতুন পোশাক, সঙ্গে মানানসই সাজ। আর সাজগোজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে ‘হেয়ার স্টাইলিং’। চুলের সাজ ঠিক না হলে যে পুরো সাজটাই মাটি! সেই কারণেই প্রয়োজন চুলের সঠিক যত্ন। তাই এ বারের দুর্গাপুজোয় আপনার চুল স্বাস্থ্যোজ্জ্বল ও ‘পুজো রেডি’ করে তুলতে এক বিশেষ উদ্যোগের পথে হেঁটেছিল ‘নিহার ন্যাচারাল্স’।
আনন্দবাজার অনলাইনের সঙ্গে যৌথ উদ্যোগে ‘নিহার ন্যাচারালস্’ আয়োজন করেছিল এক অভূতপূর্ব প্রতিযোগিতার, যেখানে মহিলারা তাঁদের ‘পুজো-রেডি’ হওয়ার সাজ তুলে ধরেছিলেন। পাশাপাশি ‘নিহার ন্যাচারাল্স’-এর সঙ্গে কী ভাবে তাঁরা তাঁদের চুল সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তুলেছেন, সেই ছবি নিজেদের নাম এবং ফোন নম্বর সমেত হোয়াট্সঅ্যাপ করেছিলেন আনন্দবাজার অনলাইনের দেওয়া একটি বিশেষ নম্বরে। তা ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রণকারী প্রত্যেকে তাঁদের নিজস্ব ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন @NiharNaturals ট্যাগ করে #NiharPujorSaaj দিয়ে।
২৬ সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা চলেছিল ১৩ অক্টোবর পর্যন্ত। প্রিয়াঙ্কা সরকার, দর্শনা বণিক-সহ বাংলার জনপ্রিয় তারকা ইনফ্লুয়েন্সাররা তাতে সামিল হন। জমা পড়েছিল ৫০০-র বেশি নাম ও ছবি। হোয়াট্সঅ্যাপ এবং ইনস্টাগ্রাম থেকে বেছে নেওয়া হয় ১০ জন ভাগ্যবান বিজেতাকে। তাঁদের নাম ও ছবি নীচে দেওয়া হল:
গত ২৮ অক্টোবর এই ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বিজয়ীরাও সকলে প্রিয়াঙ্কার সঙ্গে ভাগ করে নেন তাঁদের ‘হেয়ার কেয়ার’ রুটিনের কথা।
প্রিয়াঙ্কার কথায়, “এমন একটা সুন্দর অনুষ্ঠানের অংশ হতে পেরে ভীষণ ভাল লাগছে। বিজয়ীদের প্রত্যেককে অভিনন্দন।”
বিজয়ীদের এক জন, অলিভিয়া বলেন, “আনন্দবাজার অনলাইনের পেজে প্রথম এই প্রতিযোগিতার কথা জানতে পারি। বেশ অন্য রকম লেগেছিল। কিছু না ভেবেই নাম দিয়েছিলাম। পাশাপাশি অনেককে বলেওছিলাম নাম দিতে। বিজয়ী হতে পারব ভাবিনি। সকলকে ধন্যবাদ।”
আর এক বিজয়ী অনন্যা বলেছেন, “আমার এক দাদা আমাকে এই প্রতিযোগিতার খোঁজ দিয়েছিল। ভাবতে পারিনি এত বড় সারপ্রাইজ় পাব। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে! খুব ভাল লাগছে।”
সেলফি, আড্ডা, খাওয়াদাওয়া- সব মিলিয়ে বেশ জমজমাট ছিল সে দিনের সন্ধে।
এই প্রতিবেদনটি ‘নিহার ন্যাচারাল্স’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।