বিরাট কোহলীর সঙ্গে অনুষ্কা শর্মা।
বিয়ের পর করবা চৌথ পালন করে থাকেন ভারতের বিভিন্ন প্রদেশের মহিলারা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই ব্রতর সঙ্গে জড়িয়ে থাকে দাম্পত্য সুখ ও স্বামীর দীর্ঘ জীবন। তাই বিবাহিত নারীরা বেশ ঘটা করেই এই ব্রত পালন করে থাকেন। সেলেবকুলও বাদ যায় না! আর করবা চৌথ ঘিরে পোশাক-পরিকল্পনাও কিন্তু কিছু কম থাকে না। চিরাচরিত শাড়ি নাকি সালোয়ার, কোন পোশাকে সেজে উঠবেন এবারের করবা চৌথে? রইল করবা চৌথের সাজ-সন্ধান।
শাড়ি
করবা চৌথে লাল রং পরার চলই বেশি দেখা যায়। আর শাড়ি পরতে ভালবাসেন যাঁরা, তাঁরা এই দিনের জন্য বেছে নিতেই পারেন লাল জর্জেটের শাড়ি। জর্জেটের শাড়ির জমিতে সোনালি চুমকি ও জরির কাজ এই দিনের সাজের জন্য একেবারে উপযুক্ত।
সালোয়ার
করবা চৌথের পোশাকের মধ্যে সালোয়ারও বেশ জনপ্রিয়। এক সময়ে শর্ট সালোয়ার-পাটিয়ালা পরতে অনেকেই বেশ পছন্দ করতেন। এখন যদিও আনারকলির দিকেই পাল্লা ভারী। লাল কিংবা গাঢ় রঙের আনারকলিই হয়ে উঠতে পারে আপনার করবা চৌথের পোশাক।
সোনম কপূর।
লেহঙ্গা
ভারতীয় নারীরা উৎসবে-অনুষ্ঠানে লেহঙ্গা পরতে বেশ পছন্দ করেন। করবা চৌথের মতো বিশেষ ব্রতের দিন নিজেকে লেহঙ্গাতেই সাজান না! জরি ও চুমকির কাজ করা লাল কিংবা মেরুন লেহঙ্গার সাজে আপনাকে দেখে আপনার স্বামী মুগ্ধ হবেনই।
শরারা
হালেবেশ জনপ্রিয় হয়েছে শরারা। শাড়ি-সালোয়ার-লেহঙ্গা পছন্দ না হলে এই পোশাকটি বেছে নিতে পারেন। ভারী গয়নার সঙ্গে জমকালো শরারা কিন্তু দারুণ মানাবে!