Fashion

Priyanka Bhattacharya: পুজো মানেই সাবেকি সাজ, মনে করেন অভিনেত্রী প্রিয়ঙ্কা

লাল-পাড় সাদা শাড়ি হোক বা জমকালো সালোয়ার, পুজো মাতাবে সনাতনী সাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১৯:৩০
Share:

সাবেকি সাজে প্রিয়ঙ্কা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

পুজোর পাঁচ দিন শাড়ি ছাড়া কি চলে বাঙালি মেয়েদের? সে লাল-পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলাই হোক বা জমকালো রঙিন সিল্কে অষ্ঠমীর অঞ্জলি হোক— সনাতনী সাজেই পুজো জমজমাট। যাঁরা সারা বছর তেমন শাড়ি পরেন না, তাঁরাও এই সময়ে শাড়ির দিকেই ঝোঁকেন। আবার কারও বারো হাতে যদি সমস্যা হয়, তাঁরা সালোয়ার বা লেহঙ্গা ড্রেসও পরতে পারেন। কিন্তু অনেকেই সাবেকি সাজে তেমন অভ্যস্ত নন। তাই সাজের সময়ে বুঝতে পারেন না, সনাতনী পোশাকের সঙ্গে সাজের বাকি আনুষঙ্গগুলি কেমন হওয়া উচিত। কিছু জিনিস মাথায় রাখলেই আপনার সাজ নজর কাড়বে সকলের।

Advertisement

১। শাড়ির সঙ্গে চাই মানানসই ব্লাউজ। ব্লাউজের কাট এবং ফিটিং বদলে দিতে পারে আপনার গোটা সাজই। যদি শাড়ি হাল্কা হয়, তা হলে অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্যের মতো হাতে কুচি দেওয়া ব্লাউজ পরতে পারেন। আবার কুচির বদলে লেসের পা়ড়ও দেওয়া ব্লাউজও দারুণ মানাবে।

২। মেকআপে নজর দিন। একটু নাটুকে চোখের মেকআপ করতে পারেন। ঘন করে মাস্কারা লাগিয়ে স্মোকি আই মেকআপ করুন।

Advertisement

৩। চুল বাঁধার কায়দাও হতে হবে মানানসই। প্রিয়ঙ্কার মতো মাঝে সিঁথি করে খোঁপা বেঁধে জুঁই বা বেলের মালা লাগাতে পারেন। একটু বেশি করে মালা লাগিয়ে গোটা খোঁপাটাই ফুলে ঢেকে নিতে পারেন।

৪। পুজোর সময়ে একটু ভারী গয়না পরতেই পারেন। শাড়ি বা সালোয়ার যদি একটু হাল্কা রঙের হয়, তা হলে সাবেকি বাঙালি সোনা বা ঝুটো সোনার ভারী গয়না পরুন। কানে বড় ঝুমকো, নথ, মাথায় সোনার ফুল, কপালে টিকলি পরার এটাই তো সেরা সময়। সালোয়ার বা লেহঙ্গার সঙ্গে একটু কুন্দনের গয়নাও চলতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement