পোশাক ও গয়নায় ‘উমার সাজে’
পুজোর আভাস প্রকৃতিতে, আমাদের মনেও। এই সব ভেবেই ‘উমার সাজে’ নামে নতুন নতুন নকশার শাড়ি, নানা পোশাক ও গয়নার সম্ভার সাজিয়ে পুজোর মুখেই বাঙালির সাজগোজের ইচ্ছেকে উস্কে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আদ্যোপান্ত শিল্পী অপরাজিতা শুটিংয়ের ফাঁকে সময় পেলেই বিভিন্ন ক্রাফ্টের কাজ হাতেকলমে শিখে নেন গভীর মনযোগ দিয়ে। আর অবসরে বাড়িতে বসে তৈরি করেন নানা সাজের জিনিস।
অপরাজিতার আর এক নেশা পোশাক নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করা। ট্র্যাডিশনাল শাড়ি তো আছেই, তার সঙ্গে নানা সুন্দর নকশা ও সালমা চুমকির কাজ, কখনও ভেলভেট কাপড়ের অ্যাপ্লিক ফিউশন ড্রেস। এমন সব পোশাকের কেতাও
ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। অনেক দিন ধরেই বিভিন্ন সুন্দর জিনিস নিজের হাতে তৈরি করছেন এই অভিনেত্রী। সে সব এক জায়গায় করেই এই প্রদর্শনীতে চলল বিকিকিনি।
‘‘যখনই যেখানে গিয়েছি সুন্দর শাড়, পোশাক কিংবা ড্রেস মেটেরিয়াল বা অভিনব ডিজাইনের জাঙ্ক জুয়েলারি দেখলেই কিনে ফেলতাম। অবসর পেলেই কল্পনা মিশিয়ে বানিয়ে ফেলি নতুন ধরনের অভিনব ডিজাইনের পোশাক বা জুয়েলারি।’’, জানালেন অপরাজিতা।
এ বার পুজোয় তাই অপরাজিতার বানানো পোশাকের মধ্যে মিলবে এমনই এক অসাধারণ পোশাক পিচরঙা লেহেঙ্গার সঙ্গে পঞ্চুর দারুণ কম্বিনেশন। হাতে তৈরি মলমলের সাধারণ বাটিকের শাড়িতে বেনারসির পাড় বসিয়ে বানিয়েছেন এক অসাধারণ ফিউশন পাছাপেড়ে শাড়ি। কখনও সাদা জর্জেট শাড়িতে সবুজ পাড়, আবার নেটের শাড়িতে বেনারসি পাড়— এ ভাবেই শাড়ির সঙ্গে ভালবাসা বুনেছেন অভিনেত্রী। সবুজ-মেরুনের সঙ্গে সোনালি কম্বিনেশনে শাড়ির পাশাপাশি নানা লম্বা ঝুলের স্কার্ট, লেহেঙ্গা, জ্যাকেট, গাউন আর সুন্দর লেয়ার্ড কুর্তির সম্ভারও মিলছে তাঁর নিজস্ব নকশায়।
আরও পড়ুন: ফ্যাশনে কম যান না পুরুষও, কী ভাবে নজর কাড়বেন মহিলা মহলে?
এ সব নিয়েই সম্প্রতি এক প্রদর্শনীর আয়োজন করেছিলেন স্টার থিয়েটারের নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারিতে। কথা প্রসঙ্গে অপরাজিতা জানালেন যে ওঁর নিজস্ব ডিজাইনার রুম্পা কবে যে প্রিয় বন্ধু হয়ে উঠেছে সে কথা আর মনেই পড়ে না! রুম্পার কাছ থেকে উৎসাহ পেয়েই নিজের অবসরযাপনের হাতের কাজ নিয়েই প্রদর্শনী আয়োজন করেন।
ছোটবেলায় দেখেছেন কিছু সুন্দর শাড়ির প্রতি তাঁর মায়ের কী তীব্র আকাঙ্ক্ষা! অথচ সংসারের জাঁতাকলে মায়ের সেই স্বপ্ন অধরাই থেকে যায়। সেই ভাবনা মনের গহনে লুকিয়ে ছিল। তাই চেনা বন্ধুদের ডেকে নিয়েছিলেন প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য। অপরাজিতার নিজস্ব কালেকশনের সঙ্গে বন্ধুদের হাতের কাজও জায়গা করে নেয় সেখানে।
আরও পড়ুন: সুতির নকশা ও সুতির কাপড়েই বাজিমাত!
দুর্গা পুজো মানেই নতুন পোশাক নিয়ে সকলের মধ্যেই উৎসাহ আর উন্মাদনা। তাই অপরাজিতা তাঁর প্রথম প্রদর্শনীর নাম দিয়েছেন ‘উমার সাজে’। ফের কবে এমন প্রদর্শনী? জানালেন, রথ দেখা আর কলা বেচার এমন সুযোগের খোঁজেই আছেন, শুধু সময়ের অপেক্ষা। এ বার এগজিবশনের পাশাপাশি দারুণ জমাটি আড্ডার ব্যবস্থাও থাকবে!